বৈরী আবহাওয়ার মধ্যেও সাতক্ষীরা পৌর দির্ঘীতে বসেছে শৌখিন মৎস্য শিকারীদের মিলন মেলা। সাতক্ষীরা পৌরসভা আয়োজিত মৎস্য শিকার প্রতিযোগিতাকে ঘিরে পৌর দিঘীতে শুক্রবার (১৭ নভেম্বর) ভোররাত থেকেই মৎস্য শিকারে মেতে ওঠেন দুই শতাধিক মৎস্য শিকারী। এই মৎস্য শিকার দেখতে সকাল থেকেই ভীড় জমেছে উৎসুক জনতার।
এদিকে বেলা সাড়ে ১১টায় আনুষ্ঠানিকভাবে মৎস্য শিকারের উদ্বোধন করেন সাতক্ষীরা জেলা পুলিশ সুপার মোঃ মনিরুজ্জামান (পিপিএম)। সাতক্ষীরা পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র কাজী ফিরোজ হাসানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সদর থানার অফিসার ইনচার্জ মোঃ মহিদুল ইসলাম, জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ তারেক ফয়সাল ইবনে আজিজ, ডিআইও-১ ইয়াছিন আলম চৌধুরী, পৌর কাউন্সিলর শেখ জাহাঙ্গীর হোসেন কালু, শেখ শফিক উদ দৌলা সাগর, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক এহসান হাবীব অয়ন প্রমুখ ।
সাতক্ষীরা পৌরসভা সূত্র জানায়, প্রতিবছরই মাসজুড়ে এই মৎস্য শিকার প্রতিযোগিতার আয়োজন করা হয়। যা চলে মাসজুড়ে। এই প্রতিযোগিতায় সৌখিন মৎস্য শিকারিরা একটি টিকিটের বিনিময়ে চার শুক্রবার মাছ ধরার সুযোগ পাবেন।
সৌখিন মৎস্য শিকাঠী আরশাফ আলী বলেন, এবছর ১২ হাজার টাকা মূল্যে টিকিট কাটা লেগেছে। মাহ যাই পাই না কেন, এটা মূলত শখ পূরণের জন্য। এক এক টিকিটে চারটি শিপ ফেলা যাবে। আমি স্বাধীনতার আগে থেকেই প্রতিবছর এখানে মাছ ধরি, আমার মতো অন্যান্যরাও শখ পূরণের জন্য টিকিট কাটেন। তিনি আরও বলেন, আবহাওয়া খারাপ হওয়ার কারণে মাছ শিপে কামড় দিচ্ছে না। এবছর মাহ উঠছে খুব কম, সারাদিন বসে মাত্র কয়েকজন কয়েকটি ৫-৬ কেজি ওজনের মাছ পেয়েছে। বাকী এখনো শূন্য অবস্থায় আছে।
খুলনা গেজেট/ এএজে