সাতক্ষীরা পৌরসভার সরকারি কলেজ রোডসহ সকল জরাজীর্ণ সড়ক সংস্কারের দাবিতে মানববন্ধন দু’টি সংগঠনের নেতৃবৃন্দ। নাগরিক আন্দোলন মঞ্চ ও প্রথমআলো বন্ধুসভা সাতক্ষীরার আয়োজনে মঙ্গলবার (২৭ ডিসেম্বর) বেলা ১১টায় শহরের পোস্ট অফিস মোড়ে এই মানববন্ধনের আয়োজন করা হয়।
দৈনিক দক্ষিণের মশালের সম্পাদক অধ্যক্ষ আশেক-ই-এলাহীর সভাপতিত্ব মানববন্ধনে বক্তব্য রাখেন, দৈনিক প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক কল্যাণ ব্যানার্জি, সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি মমতাজ আহমেদ বাপী, নাগরিক আন্দোলন মঞ্চের সাধারণ সম্পাদক হাফিজুর রহমান মাসুম, পৌর ৮নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আনোয়ারুল ইসলাম রনি, সাংবাদিক রঘুনাথ খাঁ, প্রথম আলো বন্ধুসভার সদস্য শাহিন প্রমুখ।
বক্তারা বলেন, সাতক্ষীরা পৌরসভা প্রথম শ্রেণির পৌরসভা হলেও সেবা বঞ্চিত পৌর এলাকার বাসিন্দারা। পৌর এলাকার অধিকাংশ সড়ক জরাজীর্ণ। বিশেষ করে সাতক্ষীরা পৌরসভার সরকারি কলেজ রোড সড়কটি দীর্ঘদিন জরাজীর্ণ অবস্থায় রয়েছে। অথচ এই সড়ক দিয়ে সাতক্ষীরার ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ সাতক্ষীরা সরকারি কলেজে যেতে হয়। প্রায় প্রতিদিন ২০ হাজার শিক্ষার্থী কলেজে যাতায়াত করে। তাদের চরম দুর্ভোগ পোহাতে হয়। পৌর মেয়র বার বার প্রতিশ্রুতি দিলেও রাস্তাটি সংস্কারের কোন উদ্যোগ নেন না। সাতক্ষীরা পৌর এলাকায় কোন সুপেয় পানির ব্যবস্থা নেই। পৌর কর্তৃপক্ষ নিজেদের স্বার্থ নিয়ে ব্যস্ত থাকেন। মেয়র-কাউন্সিলরা ভাট বাটোয়ারা নিয়ে এতবেশি ব্যস্ত থাকেন যে পৌরবাসীর উন্নয়নে কোন ভূমিকা রাখতে পারে না।বক্তারা অবিলম্বে সাতক্ষীরা পৌরসভার সরকারি কলেজ রোডসহ সকল জরাজীর্ণ সড়ক সংস্কারের জোর দাবি জানান।
খুলনা গেজেট/ বিএমএস