প্রশাসনিক কারনে সাতক্ষীরা জেলা পরিবার পরিকল্পনা অফিসের উপ-পরিচালক দীপক কুমার সাহাকে বান্দরবনে বদলি করা হয়েছে। ২৪ আগস্ট স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ মন্ত্রনালয়ের সিনিয়র সহকারী সচিব রাহেলা রহমত উল্লাহ স্বাক্ষরিত এক পত্রে এ আদেশ দেয়া হয়েছে। আদেশে বলা হয় ২৭/০৮/২৩ খ্রী: তারিখে তিনি কর্মস্থল থেকে অবমুক্ত হবেন। অন্যথায় ২৭/০৮/২০২৩ খ্রী: তারিখ হতে অপরাহ্নে তাৎক্ষনিক অবমুক্ত বলে গণ্য হবেন।
পরিবার পরিকল্পনা অফিসের একটি সুত্রে জানা গেছে, তার বিরুদ্ধে নানান ধরনের দূর্ণীতি, নিয়োগ বাণিজ্য ও বদলি বানিজ্যের অভিযোগ রয়েছে। এসব কারণে তাকে বান্দরবন জেলায় স্টান্ড রিলিজ করা হয়েছে।
এছাড়া তার বিরুদ্ধে ডেপুটেশন বানিজ্য, সরকারি গাড়ি ব্যক্তিগত ড্রাইভার দিয়ে ব্যক্তিগতকাজে ব্যবহার করারও অভিযোগ রয়েছে। এবং তিনি ওই গাড়ি চালকের বেতন দিতেন সাত উপজেলার অফিসগুলো থেকে এজন্য মাসে ২ হাজার টাকা করে চাঁদা নিয়ে।
আর এসব অনিয়ম ও দূর্ণীতির মাধ্যম ছিলেন জেলা পরিবার পরিকল্পনা অফিসের হিসাব রক্ষক জিল্লুর রহমান। এসব বিষয় নিয়ে চলতি বছরের ১৪ মে সাতক্ষীরা জেলা শিল্পকলা একাডেমীতে অনুষ্ঠিত দূর্ণীতি দমন কমিশনের গণশুনানিতে তার বিরুদ্ধে নানা অভিযোগও উত্থাপিত হয়।
এবিষয়ে জেলা পরিবার পরিকল্পনা অফিসের উপ-পরিচালক দীপক কুমার সাহা বলেন, তিনি আদেশটি দেখে অবাক হয়েছেন। কী কারনে এধরনের আদেশ তা তিনি জানেন না। সহকারি পরিচালকের কাছে দায়িত্ব দিয়ে তিনি সাতক্ষীরা ত্যাগ করবেন বলেও জানান।
খুলনা গেজেট/ টিএ