খুলনা, বাংলাদেশ | ১২ অগ্রহায়ণ, ১৪৩১ | ২৭ নভেম্বর, ২০২৪

Breaking News

  মার্কিন দূতাবাসে ফিঙ্গারপ্রিন্ট দিয়ে বাসায় ফিরেছেন খালেদা জিয়া
  ধর্মকে কেন্দ্র করে দেশে এমন উন্মাদনা দেখতে চাই না : মির্জা ফখরুল

সাতক্ষীরা জেলা যুবলীগের আহবায়ক মান্নানকে বহিস্কার

সাতক্ষীরা প্রতিনিধি

সাতক্ষীরায় হিন্দু সম্প্রদায়ের বাড়িতে হামলা চালিয়ে ভাংচুর, লুটপাট ও চারজনকে পিটিয়ে জখম করার অভিযোগে জেলা যুবলীগের আহবায়ক  আব্দুল মান্নানকে কেন্দ্রীয় যুবলীগ বহিস্কার করেছে। তাকে বহিস্কারের খবর মঙ্গলবার রাতে বিভিন্ন টেলিভিশনের স্ক্রলে দেখা গেলেও বহিস্কারের চিঠিটি ৫ আগষ্ট বুধবার বিকালে পাওয়া গেছে।

 

 

বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক আলহাজ্ব মো. মঈনুল হোসেন খান নিখিল স্বাক্ষরিত বহিস্কারাদেশে বলা হয়েছে, হিন্দু সম্প্রদায়ের বাড়ি দখল ও সংগঠন বিরোধী কার্যকলাপের অভিযোগে সাতক্ষীরা জেলা যুবলীগের আহবায়ক   মান্নানকে কেন্দ্রীয় সভাপতি শেখ ফজলে শাসম পরশের নির্দেশে বহিস্কার করা হয়েছে।

গত ৩০ জুলাই বৃহস্পতিবার রাতে সাতক্ষীরার বাঁকাল জেলেপাড়ায় সংখ্যালঘু সম্প্রদায়ের জমি দখল নেয়ার উদ্দেশ্যে যুবলীগ নেতা মান্নানের নেতৃত্বে ৩০/৪০ জন সন্ত্রাসী ভাংচুর ও লুটপাট করে।

এ ঘটনায় ভুক্তভোগি নিরঞ্জন মাখাল বাদি হয়ে ৩১ জুলাই জেলা যুবলীগের আহবায়ক আব্দুল মান্নানসহ তার পাঁচ সহযোগির নাম উলে­খ করে অজ্ঞাতনামা আরো ১৫/১৬ জনকে আসামী করে সদর থানায় একটি মামলা দায়ের করেন।

 

 

খুলনা গেজেট / এনআইআর




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!