সাতক্ষীরা জেলা বিএনপির নতুন আহবায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটিতে রহমতউল্লাহ পলাশকে আহবায়ক এবং আবু জাহিদ ডাবলুকে সদস্য সচিব করা হয়েছে।
রোববার (২ ফেব্রুয়ারি) রাতে বিএনপি’র সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক পত্রে এ তথ্য জানানো হয়েছে।
এছাড়া কমিটিতে চারজনকে যুগ্ম আহবায়ক করা হয়েছে। এরা হলেন আবুল হাসান হাদী, তাজকিন আহমেদ চিশতী, ড. মনিরুজ্জামান ও মো: আখতারুল ইসলাম।
এর আগে রোববার দুপুরে ঢাকার নয়াপল্টনস্থ বিএনপি’র কেন্দ্রীয় কার্যালয় অনুষ্ঠিত এক সভায় সাতক্ষীরা জেলা বিএনপির কার্যক্রম স্থগিতের ঘোষণা দেয় বিএনপির খুলনা বিভাগীয় টিম।
প্রসঙ্গত, বিএনপির অভ্যন্তরীণ কোন্দলকে কেন্দ্র করে সম্প্রতি উত্তপ্ত হয়ে ওঠে সাতক্ষীরার রাজনৈতিক অঙ্গন। সাতক্ষীরা জেলা বিএনপির দুটি গ্রুপের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দলীয় কোন্দলে বিপর্যস্ত হয়ে পড়ে দলটি।
খুলনা গেজেট/এইচ