খুলনা, বাংলাদেশ | ২৭ পৌষ, ১৪৩১ | ১১ জানুয়ারি, ২০২৫

Breaking News

  হবিগঞ্জের মাধবপুরে গাড়ির ধাক্কায় তিন নারী শ্রমিক নিহত
  সংস্কার কমিশন প্রতিবেদন দেওয়ার পর রাজনৈতিক দলগুলোর নিবন্ধন নিয়ে নতুন পরিকল্পনা করবে ইসি, জাতীয় সংসদ নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন করা কঠিন : সিইসি

সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সভা

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা

বাংলাদেশ আওয়ামী লীগ সাতক্ষীরা জেলা শাখার কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৭ মে) সাতক্ষীরা শহিদ আব্দুর রাজ্জাক পার্কস্থ বঙ্গবন্ধু স্মৃতি পাঠাগারে এ সভা অনুষ্ঠিত হয়। সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের আহবানে এই সভা অনুষ্ঠিত হয়।

জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও সাবেক সাংসদ বীর মুক্তিযোদ্ধা একে ফজলুল হকের সভাপতিত্বে ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মোঃ নজরুল ইসলামের সঞ্চালনায় কার্যনির্বাহী কমিটির সভায় বক্তব্য রাখেন, সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ শহীদুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ (অব.) আবু আহমেদ, বীর মুক্তিযোদ্ধা শেখ শাফী আহমেদ, মাস্টার নীলকন্ঠ সোম, শেখ সাহিদ উদ্দিন, মিসেস সাহানা মহিদ, এ্যাড. মোহাম্মদ হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ ফিরোজ কামাল শুভ্র, আলহাজ¦ মোঃ আসাদুজ্জামান বাবু, আইন বিষয়ক সম্পাদক এড. ওসমান গণি, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক ডা. মুনছুর আহমেদ, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক এড. আজহারুল ইসলাম, দপ্তর সম্পাদক শেখ হারুন উর রশিদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক এড. অনিত কুমার মুখার্জী, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক জি.এম ফাত্তাহ, মহিলা বিষয়ক সম্পাদক শিমুন শামস্, শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক লায়লা পারভীন সেঁজুতি, শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক শেখ এজাজ আহমেদ স্বপন, শ্রম বিষয়ক সম্পাদক সরদার মুজিব, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা. সুব্রত কুমার ঘোষ, সাংগঠনিক সম্পাদক জি.এম শফিউল আযম লেলিন, মোঃ আতাউর রহমান, কাজী আখতার হোসেন, কোষাধ্যক্ষ বাবু রাজ্যেশ^র দাস, নির্বাহী সদস্য শেখ ফিরোজ আহমেদ, এস.এম শওকত হোসেন, শেখ নুরুল ইসলাম, নরীম আলী মাস্টার, মোঃ মুজিবুর রহমান, শেখ ফিরোজ আহমেদ স্বপন প্রমুখ।

সভায় এসময় উপস্থিত ছিলেন, আ’লীগ নেতা শেখ আব্দুর রশিদ, মোঃ শাহ্জাহান, মোঃ সাহাদাৎ হোসেন, ঘোষ সনৎ কুমার, এস.এম আতাউল হক দোলন, মোঃ মনিরুজ্জামান মনি, মোঃ সাঈদ মেহেদী, সাজেদুর রহমান খান চৌধুরী মজনু, অধ্যক্ষ জাফরুল আলম বাবু মীর মোশারফ হোসেন মন্টু, মোঃ আসাদুজ্জামান অসলে, এ্যাড. সৈয়দ জিয়াউর রহমান বাচ্চু, এনামুল হোসেন ছোট, শেখ মনিরুল হোসেন মাসুম, নাজমুন নাহার মুন্নী প্রমুখ।

কার্যনির্বাহী কমিটির সভার আলোচ্য সূচির মধ্যে ছিল, বিগত সভার বিবরণী পঠন ও অনুমোদন, জেলার সকল ইউনিয়ন আওয়ামী লীগের সম্মেলন সম্পন্ন করণ, বাকি উপজেলা আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটি দাখিল ও সাংগঠনিক এবং বিবিধ বিষয়ে বিস্তারিত আলোচনা ও সিদ্ধান্ত গৃহীত হয়। এছাড়াও ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা এবং জাঁকজমকপূর্ণভাবে আগামী ২৩ জুন বাংলাদেশ আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কর্মসূচিতে জেলা, উপজেলা, পৌর ও ইউনিয়ন আওয়ামী লীগের সকল নেতৃবৃন্দ, অংগ ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ এবং সকল সদস্যদের অংশগ্রহণ নিশ্চিত করার আহবান জানানো হয় সভায়।

খুলনা গেজেট/ এসজেড




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!