খুলনা, বাংলাদেশ | ২৮ পৌষ, ১৪৩১ | ১২ জানুয়ারি, ২০২৫

Breaking News

  দেশে একজনের শরীরে এইচএমপিভি ভাইরাস শনাক্ত : আইইডিসিআর
  ফরিদপুরের নগরকান্দায় বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২
  সাতক্ষীরা পৌর মেয়রের বরখাস্তের আদেশ অবৈধ : হাইকোর্ট

সাতক্ষীরায় ৯ বিদ্রোহী প্রার্থীকে আ’লীগ থেকে বহিষ্কার

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা

সাতক্ষীরায় দলীয় সিদ্ধান্ত অমান্য করে আগামী ১১ নভেম্বর অনুষ্ঠিতব্য ইউপি নির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থীর বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করায় সদও উপজেলার নয় জন আওয়ামী লীগ নেতা-কর্মীকে দল থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। বৃহস্পতিবার (৪ নভেম্বর) সাতক্ষীরা সদর উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শেখ আব্দুর রশিদ এ তথ্য নিশ্চিত করেছেন।

বহিষ্কৃত নেতা-কর্মীরা হলেন, সাতক্ষীরা সদর উপজেলার কুশখালী ইউনিয়ন আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক গোলাম মোস্তফা বাবু, সদর উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আব্দুল কাদের, কুশখালী ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য মনিরুল ইসলাম, বাঁশদহ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোশারফ হোসেন, কুশখালী ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাইফুদ্দীন ইসলাম পলাশ, সদর উপজেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক আবুল কালাম আজাদ, কুশখালী ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি শফিকুল ইসলাম শ্যামল, আগরদাড়ী ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মজনুর রহমান মালি ও ফিংড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ লুৎফর রহমান।

বহিষ্কারাদেশে তাদের বিরুদ্ধে দলীয় সিদ্ধান্ত অমান্য করে নৌকা প্রতীকের বিরুদ্ধে ইউপি নির্বাচনে অংশগ্রহণ করার অভিযোগ আনা হয়েছে।

 

খুলনা গেজেট/এএ/এমএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!