খুলনা, বাংলাদেশ | ২৬ পৌষ, ১৪৩১ | ১০ জানুয়ারি, ২০২৫

Breaking News

  কক্সবাজারে সন্ত্রাসীদের গুলিতে কেসিসির ৪নং ওয়ার্ডের অপসারিত কাউন্সিলর টিপু নিহত

সাতক্ষীরায় ৫ দফা দাবীতে তৃতীয় শ্রেণীর কর্মচারীদের মানববন্ধন

সাতক্ষীরা প্রতিনিধি

সাতক্ষীরায় বেতন গ্রেড পরির্বতনসহ ৫ দফা দাবীতে বাংলাদেশ বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের তৃতীয় শ্রেণীর কর্মচারীরা মানববন্ধন কর্মসুচি পালন করেছে। মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় সদর উপজেলা পরিষদের সামনে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান তৃতীয় শ্রেণীর কর্মচারী পরিষদ সাতক্ষীরা সদর উপজেলা শাখার মানববন্ধন কর্মসুচির আয়োজন করে।

সংগঠনটির সভাপতি মোকলেছুর রহমানের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক একরামুল কবিরের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন, সংগঠনের সাধারণ সম্পাদক জুলফিক্কার আলী, কবিরুল ইসলাম, আলতাফ হোসেন, জহিরুল ইসলাম, সুব্রত মজুমদার, মোমিনুর রহমান, নির্মল কুমার মন্ডল প্রমূখ। বক্তারা এ সময় বাংলাদেশ বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের তৃতীয় শ্রেণীর কর্মচারীদের বেতন গ্রেড পরির্বতনসহ ৫ দফা দাবী বাস্তবায়নের জন্য সরকারের হস্তক্ষেপ কামনা করেন।

মানববন্ধন শেষে তারা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা, সদর উপজেলা চেয়ারম্যান ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারের মাধ্যমে প্রধান মন্ত্রী বরাবর র্পথক স্মারকলিপি প্রদান করেন।

এদিকে দেশব্যাপী আন্দোলন কর্মসূচির অংশ হিসাবে একই দাবিতে মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় উপজেলা নির্বাহী অফিসের সামনে মানববন্ধন করেছে বাংলাদেশ বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের তৃতীয় শ্রেণীর কর্মচারী পরিষদ কালিগঞ্জ শাখা। সংগঠনের কালিগঞ্জ উপজেলা কমিটির সভাপতি দীপক কুমার পালের সভাপতিত্বে কর্মসূচিতে সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন, কথাসাহিত্যিক গাজী আজিজুর রহমান, নিরোদ কুমার মন্ডল, ভরত চন্দ্র সরকার, সুকুমার দাশ বাচ্চু, আব্দুল্লাহ আল মাহমুদ, অরুণ কুমার চক্রর্বর্তী প্রমূখ। মানববন্ধন শেষে ৫ দফা দাবি আদায়ে উপজেলা নির্বাহী অফিসারের কাছে একটি স্মারকলিপি প্রদান করা হয়।

খুলনা গেজেট/এ হোসেন




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!