সাতক্ষীরা সিভিল সার্জন অফিসে ১২৮ পদে নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে আজ শুক্রবার (২৯ মার্চ)। সাতক্ষীরা শহর ও এর আশপাশের ১৫টি পরীক্ষা কেন্দ্রে মোট ১৪ হাজার ২৯৪ জন পরীক্ষার্থী এই নিয়োগ পরীক্ষায় অংশ নিচ্ছে।
এদিকে সাতক্ষীরা সিভিল সার্জন অফিসে এই নিয়োগকে কেন্দ্র করে ইতিমধ্যে গড়ে উঠেছে একটি অবৈধ নিয়োগ সিন্ডিকেট। চাকুরি দেওয়ার নাম করে প্রার্থীদের কাছ থেকে মোটা অংকের অর্থ বাণিজ্যের অভিযোগ উঠেছে এই সিন্ডিকেটের বিরুদ্ধে। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এ ধরনের অভিযোগ ভেসে বেড়াচ্ছে গত কয়েক দিন ধরে।
অভিযোগ উঠেছে সাতক্ষীরা স্বাস্থ্য বিভাগের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ পদে চাকরি পাইয়ে দেয়ার নামে এই নিয়োগ সিন্ডিকেট ২৫ লাখ টাকা এবং অন্যান্য পদে ১০ থেকে ১২ লাখ টাকা করে রফা-দফা চূড়ান্ত হয়েছে বলে জানা গেছে।
আর এই অভিযোগের তীর স্বয়ং নিয়োগ কমিটির সদস্য সচিব, সাতক্ষীরা সিভিল সার্জন ডাঃ সুফিয়ান রুস্তমের বিরুদ্ধেই। অভিযোগ উঠেছে ডাঃ রুস্তম নিজেই ওই নিয়োগ সিন্ডিকেট গড়ে তুলেছেন। সিভিল সার্জনের পরিকল্পনা অনুযায়ী এই নিয়োগ সিন্ডিকেটের মূল দায়িত্ব পালন করছেন সিভিল সার্জন অফিসের প্রধান সহকারী, বহু অপকর্মের হোতা বিতর্কীত আশেক নেওয়াজ। এছাড়া এই অবৈধ নিয়োগ সিন্ডিকেটে সদর হাসপাতালের একজন আবাসিক মেডিকেল অফিসার ও সিভিল সার্জন কার্যালয়ে দায়িত্বরত একজন চিকিৎসকের নামও উঠে এসেছে। তারা সকলে মিলে চাকুরী প্রার্থীদের কাছ থেকে হাতিয়ে নিয়েছেন মোটা অংকের টাকা।
এ ব্যাপারে জানার জন্য শুক্রবার (২৯ মার্চ) সকালে সিভিল সার্জন ডাঃ সফিয়ান রুস্তমের সাথে মুঠো ফোনে কয়েক দফা কথা বলার চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি। ফোনটি বন্ধ ছিল।
এদিকে এ বিষয়ে সাতক্ষীরা জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির জানান, সাতক্ষীরা স্বাস্থ্য বিভাগে নিয়োগে অবৈধ আর্থিক লেনদেনের অভিযোগের বিষয়টি আমার নজরেও এসেছে। কিন্তু নিয়োগ পরীক্ষায় কোন ধরনের কারচুপি বা অন্য কোন ধরনের অনিয়ম হওয়ার সম্ভাবনা একেবারেই নেই। নিয়োগ পরীক্ষার পশ্নপত্র তৈরি থেকে শুরু করে খাতা দেখা পর্যন্ত কঠোর নজরদারির ভিতর করা হবে।
তিনি আরও বলেন, অভিযোগের বিষয় গুলো মাথায় রেখেই আমরা সব ধরনের প্রস্তুতি ইতিমধ্যে গ্রহণ করেছি। এজন্য ৮ জন ম্যাজিস্ট্রেট নিয়োগ করা হয়েছে। অভিযোগের প্রমাণ পেলে তাদের বিরুদ্ধে কঠোর শাস্তির ব্যবস্থা করা হবে।
তিনি বলেন, ৫ সদস্যের নিয়োগ বোর্ডের সভাপতি স্বাস্থ্য বিভাগের খুলনার বিভাগীয় পরিচালক। সাতক্ষীরার সিভিল সার্জন এই কমিটির সদস্য সচিব। এছাড়া সাতক্ষীরা জেলা প্রশাসকের একজন প্রতিনিধি থাকবে ওই নিয়োগ বোর্ডে। আমি বা আমার প্রতিনিধি যেহেতু ওই নিয়োগ বোর্ডে থাকবে বিধায় কোন ধরনের কারচুপি বা অনিয়মের সুযোগ নেই।
খুলনা গেজেট/এনএম