সাতক্ষীরায় গত ২৪ ঘণ্টায় এক স্বাস্থ্যকর্মীসহ নতুন করে আরো ৩১ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট করোনা আক্রান্তের সংখা বেড়ে দাড়ালো ৩২৪ জন।
শুক্রবার যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়রে (যবিপ্রবি) জিনোম সেন্টার থেকে পাওয়া নমুনা রিপোর্ট এই ৩১ জনের করোনা পজিটিভ পাওয়া গেছে বলে জানিয়েছে সাতক্ষীরার স্বাস্থ্য বিভাগ।
জেলায় নতুন আক্রান্তরা হলেন, সাতক্ষীরা শহরের সুলতানপুর এলাকার আক্তার হোসেন(৫০), পলাশপোল এলাকার রফিকুল ইসলাস(৪৯),একই এলাকার মাসুদ খান(৭৫) ও নজরুল ইসলাম(৭৫), কামালনগর এলাকার মোমেনা খাতুন(৫৫), রসুলপুর এলাকার শওকত আলী(৬৫), মসদর উপজেলার ভোমরা গ্রামের তপন বিশ্বাস (৩৫), সাতক্ষীরার সদরের ইউএইচও ফারুক হাসান (২৮),সাতক্ষীরা সদরের মোস্তাক আহমেদ(৪৩),ও সদরের নরাকাটি এলাকার সাজুদ্দিন (৪৫), শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের রবিউল ইসলাম (৩৩), শ্যামনগরের নিত্যনন্দ বিশ্বাস(২৮), কালিগঞ্জ উপজেলার তারালী গ্রামের মৃনাল বিশ্বাস(২৯), নলতা এলাকার আসাদুর রহমানের স্ত্রী মেহরুবা (৪৮) ও তার মেয়ে সামিয়া রহমান (২৪), একই উপজেলার দেওয়াখালী গ্রামের মজিদ(৫০), দেবহাটা উপজেলার মশিউর রহমান বুলবুল (৪০), মোজাম্মেল হোসেন(৫৬), শাহজাহান আলী (৩৩) ও নড়রচর গ্রামের রায়আন (২৮), কলারোয়া উপজেলার কিসমত ইলশপুর গ্রামের জাহিদ হাসান(২৮), একই উপজেলার কুশোডাঙ্গা ইউনিয়নের ডাপা গ্রামের শহর আলী মোড়ল(৫১). যুগিখালী ইউনিয়নের রাজনাজর গ্রামের মোছাঃ ফিরোজা খাতুন(৫৫), তালা উপজেলার তালা বাজার এলাকার মমতাজ খাতুন(৪৮), একই উপজেলার জাতপুর গ্রামের জিয়ারুল (২৯) ও শেখ আজিজুর রহমান(৪৭) চরকানাইদিয়া গ্রামের আজিজুর রহামন (৫৬), গঙ্গারামপুরের আভারানী দেবনাথ(৫৭), সেনেরগাতির আব্দুর রশিদ(৪৯),পাঁচপাড়া গ্রামের খাইরুল ইসলাম (৩২) এবং যশোর জেলার শার্শা উপজেলার উলসী গ্রামের ইমদাদুল (৫২)।
সাতক্ষীরা সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডাঃ জয়ন্ত সরকার বিষয়টি নিশ্চিত করে জানান, এ জেলা থেকে ১০ জুন শুক্রবার পর্যন্ত মোট ২ হাজার ৬৭৭ জনের নমুনা সংগ্রহ করে পিসিআর ল্যাবে পাঠানো হয়। ইতিমধ্যে ১ হাজার ৮৪৯ জনের নমুনা পরীক্ষার রিপোর্ট সিভিল সার্জন কার্যালয়ে এসে পৌছেছে। এর মধ্যে ৩২৪ জন করোনা পজিটিভ ও বাকীদের সব নেগোটভ রিপোর্ট এসেছে।
তিনি আরো জানান, ইতিমধ্যে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে করোনা আক্রান্ত ব্যক্তিদের বাড়ি লক ডাউন করে লাল পতাকা টানানো হয়েছে।