খুলনা, বাংলাদেশ | ১১ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ | ২৫শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ

Breaking News

  খুলনায় ভুয়া এলসির মাধ্যমে আইএফআইসি ব্যাংকের অর্থ আত্মসাতের মামলায় শেখ ব্রাদার্স এর মালিক এস এম হাফিজুর রহমানের ১০ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত
  চানখাঁরপুলে শিক্ষার্থী আনাস হত্যা : ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক বিচার প্রক্রিয়া শুরু
  দেশের চলমান পরিস্থিতি নিয়ে আজ সব রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক করবেন প্রধান উপ‌দেষ্টা

সাতক্ষীরায় স্বতন্ত্র ৯ প্রার্থীর ৭ জনই আওয়ামী লীগের

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরার চারটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য ৩৭ প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। এর মধ্যে আওয়ামী লীগ, জাতীয় পার্টি ও তৃণমূল বিএনপিসহ ১১টি দলের মনোনীত প্রার্থী রয়েছেন ২৮ জন। স্বতন্ত্র ও ডামি প্রার্থী হয়েছেন ৯ জন।

সাতক্ষীরা জেলা রির্টানিং অফিসারের কার্যালয় সূত্রে জানা গেছে, জেলার চারটি সংসদীয় আসনের সবকটিতে প্রার্থী রয়েছে আওয়ামী লীগ, জাতীয় পার্টি ও তৃণমূল বিএনপির। তিনটি আসনে প্রার্থী দিয়েছে জাকের পার্টি ও ন্যাশনাল পিপলস পাটি (এনপিপি)। ওয়ার্কার্স পাটি, বাংলাদেশ কংগ্রেস, মুক্তিজোট এবং বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন (বিএনএম) ২টি করে আসনে প্রার্থী দিয়েছে। এছাড়া একটি করে আসনে প্রার্থী দিয়েছে জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ ও বাংলাদেশের স্যাম্যবাদী দল (এমএল)।

জেলার চারটি আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীরা হলেন, সাতক্ষীরা-১ আসনে ফিরোজ আহমেদ স্বপন, সাতক্ষীরা-২ (সদর) আসনে আসাদুজ্জামান বাবু, সাতক্ষীরা-৩ দেবহাটা-আশাশুনি-কালিগঞ্জ আংশিক) আসনে আ ফ ম রুহুল হক এবং সাতক্ষীরা-৪ (শ্যামনগর-কালিগঞ্জ আংশিক) আসনে এসএম আতাউল হক দোলন।

জাতীয় পাটির প্রার্থীরা হলেন, সাতক্ষীরা-১ আসনে সৈয়দ দীদার বখত, সাতক্ষীরা-২ (সদর) আসনে মোঃ আশরাফুজ্জামান আশু, সাতক্ষীরা-৩ দেবহাটা-আশাশুনি-কালিগঞ্জ আংশিক) আসনে মোঃ আলিফ হোসেন এবং সাতক্ষীরা-৪ (শ্যামনগর-কালিগঞ্জ আংশিক) আসনে মোঃ মাহবুবুর রহমান এবং তৃণমূল বিএনপি মনোনীত প্রার্থীরা হলেন, সাতক্ষীরা-১ আসনে সুমি ইসলাম, সাতক্ষীরা-২ আসনে ফারহান মেহেদী, সাতক্ষীরা-৩ আসনে রুবেল হোসেন এবং সাতক্ষীরা-৪ আসনে আসলাম আল মেহেদী।

এছাড়া তিনটি আসনে জাকের পাটির প্রার্থীরা হলেন, সাতক্ষীরা-১ আসনে খোরশেদ আলম, সাতক্ষীরা-২ আসনে শেখ ইফতেখার আল মামুন সুমন এবং সাতক্ষীরা-৩ আসনে মোঃ মঞ্জুর হোসান এবং ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি) প্রার্থীরা হলেন, সাতক্ষীরা-২ আসনে মোঃ আনোয়ার হোসেন, সাতক্ষীরা-৩ আসনে মোঃ আব্দুল হামিদ এবং সাতক্ষীরা-৪ আসনে শেখ ইকরামুল।

অপরদিকে জেলার দুটি আসনে বাংলাদেশের ওয়ার্কার্স পাটির প্রার্থীরা হলেন, সাতক্ষীরা-১ আসনে অ্যাড. মুস্তফা লুৎফুল্লাহ ও সাতক্ষীরা-২ আসনে মোঃ তৌহিদুর রহমান। বাংলাদেশ কংগ্রেসের দুজন প্রার্থী হলেন, সাতক্ষীরা-১ আসনে ইয়ারুল ইসলাম ও সাতক্ষীরা-৪ আসনে শফিকুল ইসলাম। মুক্তিজোটের দুজন প্রার্থী হলেন, সাতক্ষীরা-১ আসনে শেখ মোঃ আলমগীর ও সাতক্ষীরা-২ আসনে আব্দুল আজিজ।

বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন (বিএনএম) এর দুজন প্রার্থী হলেন, সাতক্ষীরা-২ আসনে মোঃ কামরুজ্জামান বুলু এবং সাতক্ষীরা-৪ আসনে এইচএম গোলাম রেজা। জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ মনোনীত একজন প্রার্থী হলেন সাতক্ষীরা-১ আসনে শেখ ওবায়দুস সুলতান বাবলু। বাংলাদেশের স্যাম্যবাদী দল (এমএল) থেকে সাতক্ষীরা-৩ আসনে প্রার্থী হয়েছেন শেখ তরিকুল ইসলাম।

এছাড়া ৯ জন স্বতন্ত্র প্রার্থী হলেন, সাতক্ষীরা-১ আসনে জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও সাবেক সংসদ সদস্য ইঞ্জিনিয়ার শেখ মুজিবুর রহমান, তালা উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ নুরুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সদস্য এসএম মুজিবুর রহমান এবং আওয়ামী লীগের মোঃ নুরুল ইসলাম।

সাতক্ষীরা-২ আসনে জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মীর মোস্তাক আহমেদ রবি, বিশিষ্ঠ ব্যবসায়ী আফসার আলী ও আওয়ামী লীগ নেতা এনসান বাহার বুলবুল। সাতক্ষীরা-৩ আসনে কোন স্বতন্ত্র প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেননি। সাতক্ষীরা-৪ আসনে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের উপদেষ্ঠা মাসুদা খানম ও মিজানুর রহমান।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!