খুলনা, বাংলাদেশ | ২৯শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ | ১২ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

Breaking News

  নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে অজ্ঞাত দুই নারী ও এক শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার
  বাংলা নববর্ষের ‘মঙ্গল শোভাযাত্রা’ নাম পরিবর্তন করে রাখা হল ‘বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা’
মোট আক্রান্ত ৪২২

সাতক্ষীরায় সাংবাদিক, পুলিশসহ ৩২ জনের করোনা শনাক্ত

সাতক্ষীরা প্রতিনিধি

সাতক্ষীরায় গত ২৪ ঘন্টায় নতুন করে ব্যাংক কর্মকর্তা, স্বাস্থ্যকর্মী, সাংবাদিক ও পুলিশ সদস্যসহ মোট ৩২ জন করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মঙ্গলবার পর্যন্ত ৪২২ জন করোনা আক্রান্ত হয়েছেন।

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়রে (যবিপ্রবি) জিনোম সেন্টার থেকে ১৪ জুলাই মঙ্গলবার দুপুরে পাওয়া নমুনা রিপোর্টে ৩২ জনের করোনা পজিটিভ পাওয়া গেছে বলে জানিয়েছেন সাতক্ষীরার স্বাস্থ্য বিভাগ।

করোনা আক্রান্তরা হলেন, সাতক্ষীরার শ্যামনগরের সামছুন্নাহার (৫২), ইমরান (৩০) সুবির দেবনাথ (২৮), উপজেলা নির্বাহী অফিসের নেছার আলী (৫৫), বাদঘাটা গ্রামের আনিছুর (১৮) ইসলামপুর গ্রামের নাজমুন নাহার (২৫), একই গ্রামের নুর ইসলাম (৬০), পাতড়াখোলা গ্রামের আব্দুল আজিজ (৫৩), ধুমঘাট শিবতলা গ্রামের রাশিদুল (৪২), কলারোয়া উপজেলার পাঁচনল গ্রামের রফিকুল (৫০), গদখালী গ্রামের শাহজাহান কবির (৪৬), কলারোয়া বাজার এলাকার হোসনেয়ারা খাতুন (৬০), কালিগঞ্জ উপজেলার বাজারগ্রাম গ্রামের শেখ আহসান উল্লাহ (৪০), তারালাী গ্রামের মমতা (৫৫), একই গ্রামের গফ্ফার সরদার (৬৫), কুশলিয়া গ্রামের ভজহরি রায় (৮০), ভাড়াশিমলা গ্রামের তন্ময় হালদার (২৬), একই গ্রামের রহমত আলী (৪৭), বিলকাজলা গ্রামের প্রদীপ কুমার ঢালী (৩১), সাতক্ষীরা শহরের ইটাগাছা এলাকার আব্দুল মালেক (৮৯), পলাশপোল এলাকার জাকির হোসেন (৪৩) একই এলাকার ফারজানা সুলতানা (৩৩), শাহ আলম (৪৭), মঞ্জু (৪০), রাবেয়া খাতুন (৩৫), দক্ষিন পলাশপোল এলাকার এস,এম রাশেদুজ্জামান (৪৭) ও একই এলাকার উম্মে কুলসুম (৩০), সুলতানপুর এলকার শাহিন (৪৭), সুলতানপুর কাজীপাড়া এলকার রুহান (৩), উত্তর কাটিয়া এলাকার আকবর হোসেন (৪৩), সদর উপজেরার লাবসা গ্রামের মফজুল (৩৮) এবং সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের তোহিদা (৫৭)।

সাতক্ষীরা সিভিল সার্জন ডাঃ হুসাইন শাফায়াত বিষয়টি নিশ্চিত করে জানান, এ জেলা থেকে ১৪ জুলাই মঙ্গলবার পর্যন্ত মোট ২ হাজার ৯২ জনের নমুনা পরীক্ষার রিপোর্ট পিসিআর ল্যাবে পাঠানো হয়। ইতিমধ্যে ১ হাজার ৬৬৯ জনের রিপোর্ট সাতক্ষীরা সিভিল সার্জন কার্যালয়ে এসে পৌছেছে। এর মধ্যে ৪২২ জন করোনা পজিটিভি ও বাকী সব রিপোর্ট নেগেটিভ এসেছে। তিনি আরো জানান, স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে করোনা আক্রান্ত ব্যক্তিদের বাড়ি ইতিমধ্যে লক ডাউন করে লাল পতাকা টানানো হয়েছে।

খুলনা গেজেট/এমএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!