খুলনা, বাংলাদেশ | ২৮ পৌষ, ১৪৩১ | ১২ জানুয়ারি, ২০২৫

Breaking News

সাতক্ষীরায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা

বধ্যভূমিতে পুষ্পস্তবক অর্পণ ও আলোচনা সভার মধ্য দিয়ে সাতক্ষীরায় পালিত হয়েছে শহীদ বুদ্ধিজীবি দিবস। দিবসটি উদযাপন উপলক্ষ্যে বুধবার (১৪ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টায় কাটিয়ার দীনেশ কর্মকারের বাড়ি সংলগ্ন বধ্যভূমির প্রতীকি স্মৃতিস্তম্ভে পুষ্প স্তবক অর্পণ করা হয়।

সাতক্ষীরা জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, সাতক্ষীরা জেলা মুক্তিযোদ্ধা সংসদ,’৭১ এর বধ্যভূমি স্মৃতি সংরক্ষণ কমিটি, সাতক্ষীরা সরকারি পলিটেকনিক কলেজ, সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়সহ বিভিন্ন সংগঠণ প্রতীকি স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক দিয়ে শ্রদ্বা জানান। এরপর বেলা পৌনে ১১টায় সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠে জেলা প্রশাসনের উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সাতক্ষীরা জেলা প্রশাসক মোঃ হুমায়ুন কবীরের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, সাতক্ষীরা পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান, জেলার সাবেক মুক্তিযোদ্ধা কমাণ্ডার বীর মুক্তিযোদ্ধা মোশরারফ হোসেন মশু, ’৭১ এর বধ্যভূমি স্মৃতি সংরক্ষণ কমিটির আহবায়ক বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ সুভাষ সরকার, মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক, জেলা মুক্তিযোদ্ধা সন্তান কমাণ্ডের সদস্য সচিব লায়লা পারভিন সেঁজুতি, সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সমরেশ দাস প্রমুখ।

বক্তারা বলেন, স্বাধীনতার ৫১ বছর পরেও মুক্তিযুদ্ধের পরাজিত শক্তি তাদের অপকর্ম চালিয়ে যাচ্ছে। আজো সাতক্ষীরা সদরসহ বিভিন্ন উপজেলার বধ্যভূমিগুলো চিহ্নিত করে তাতে স্মৃতিসৌধ নির্মাণ করা যায়নি। অবিলম্বে সরকারি নীতিমালা অনুযায়ি ওইসব বধ্যভূমি চিহ্নিত করে সেখানে স্মৃতিস্তম্ভ নির্মাণ করতে হবে। মুক্তিযুদ্ধের পরাজিত শক্তি যাতে নতুন করে মাথা চাঁড়া দিয়ে না উঠতে পারে সেজন্য সকলকে সজাগ থাকতে হবে।

এদিকে ’৭১ এর বধ্যভূমি স্মৃতি সংরক্ষণ কমিটি বুধবার বিকেল চারটায় সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এক স্মরণসভা শেষে সন্ধ্যায় বধ্যভূমিতে মোমবাতি প্রজ্জ্বলনের সিদ্ধান্ত নিয়েছে।

খুলনা গেজেট/ এমএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!