সাতক্ষীরায় ‘বাংলাদেশের এক অন্যান্য অর্জন স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উত্তরণ’ এই প্রতিপাদ্যে ‘রূপকল্প ২০৪১ : উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ’ শীর্ষক এক সেমিনার সোমবার সকাল সাড়ে ১০টায় সাতক্ষীরা শহরের শহিদ আব্দুর রাজ্জাক পার্কে অনুষ্ঠিত হয়। সাতক্ষীরা জেলা প্রশাসন এই সেমিনারের আয়োজন করে।
জেলা প্রশাসক এস এম মোস্তফা কামালের সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। সেমিনারে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আ’লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, সাতক্ষীরা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর বাসুদেব বসু, সাতক্ষীরা সরকারি কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মোঃ আমানউল্লাহ আল-হাদী প্রমূখ।
সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মোশারফ হোসেন মশু। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন খুলনা বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক মোঃ হাসান হাওলাদার। অনুষ্ঠান সঞ্চালনা করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ বদিউজ্জামান। এ সময় জেলার সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
খুলনা গেজেট/এনএম