সাতক্ষীরায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ৮০০ ছাড়িয়েছে। সর্বশেষ গত ২৪ ঘন্টায় হাসপাতালে ভর্তি হয়েছে ২২ জন। এনিয়ে জেলায় এ পর্যন্ত হাসপাতালে ভর্তি ডেঙ্গু আক্রান্ত হয়ে ভর্তি হয়েছে ৮১৬ জন।
সাতক্ষীরা সিভিল সার্জন অফিস থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী জেলায় ১ জানুয়ারী থেকে ৩১ জুলাই পর্যন্ত ৭ মাসে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয় ১৪৯ জন। এ সময়ের মধ্যে হাসপাতালে কেউ মারা যায়নি। আগষ্ট মাসে হাসপাতালে ভর্তি হয় ২২৫ জন। এ সময় মারা যায় ৪ জন। সেপ্টেম্বর মাসে হাসপাতালে ভর্তি হয় ৩৮২ জন। এ সময় মারা যান ২ জন।
জেলায় এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছেন ৭ জন। বর্তমানে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন ৪৭ জন। উন্নত চিকিৎসার জন্য অন্যত্রে রেফার করা হয়েছে ৮৪ জন। সুস্থ্য হয়ে বাড়ি ফিরে গেছেন ৬৭৮ জন।
খুলনা গেজেট/ টিএ