সাতক্ষীরায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এসএসসি ফলাফল প্রার্থী এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৭ অক্টোবর) সন্ধ্যায় সাতক্ষীরার পাটকেলঘাটা থানার জুসখোলা গ্রামের জামে মসজিদের দোতালায় কাপড় উঠানোর সময় এঘটনা ঘটে। নিহতের নাম সুজন মল্লিক। তিনি খুলনার দিঘলিয়া গ্রামের তাবলীগ জামায়াতের সাথী আমিরুল মল্লিকের ছেলে। তিনি সাতক্ষীরায় তিন দিনের তাবলীগ-জামাতে এসেছিলেন।
স্থানীয় মুসল্লি রবিউল ইসলাম জানান, এসএসসি পরীক্ষা শেষে ১৩জন ছাত্র এবং ৭জন মুরুব্বী তিন দিনের জামায়েতে সাতক্ষীরার পাটকেলঘাটা থানার জুসখোলা জামে মসজিদে আসে। মসজিদের দোতালার ছাদে জামায়েতের সাথীদের শুকাতে দেওয়া কাপড় উঠাতে বৃহস্পতিবার সন্ধ্যায় সুজন মল্লিকসহ দু’জন ছাদে উঠে। এসময় ছাদের দোতালার পাশ দিয়ে বয়ে যাওয়া বৈদ্যতিক তারে স্পর্শ হলে সুজনকে ধাক্কা দিয়ে নিচে ফেলে দেয়। দ্রুত তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে রাতেই তার মৃত্যু হয়।
স্থানীয় ইউপি সদস্য রোস্তম আলী শিক্ষার্থী সুজন মল্লিক এর মৃত্যু বিষয়টি নিশ্চিত করে বলেন, শুক্রবার গ্রামের বাড়িতে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়েছে।