দেশব্যাপী বিএনপির চলমান কর্মসুচিতে গুলিবর্ষন ও আওয়ামী সন্ত্রাসীদের নৃশংস হামলার প্রতিবাদে সাতক্ষীরায় বিক্ষোভ মিছিল ও প্রতবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। জেলা বিএনপির আয়োজনে রোববার (১৮ সেপ্টেম্বর) বিকালে শহরের ইটাগাছা হাটের মোড় থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে একই স্থানে এসে অনুষ্ঠিত হয় প্রতিবাদ সমাবেশ।
সাতক্ষীরা জেলা বিএনপির আহবায়ক অ্যাড. সৈয়দ ইফতেখার আলীর সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সদস্য সচিব চেয়ারম্যান আব্দুল আলিম, যুগ্ন আহবায়ক হাবিবুর রহমান হাবিব, কেন্দ্রীয় বিএনপির সদস্য ও সাবেক সংসদ সদস্য কাজী আলাউদ্দীন, সাতক্ষীরা পৌার বিএনপির আহবায়ক শের আলী, সদস্য সচিব ও পৌর মেয়র তাজকিন আহমেদ চিশতি, সদর উপজেলার আহবায়ক অ্যাড. নুরুল ইসলাম, সদস্য সচিব নুরে আলম সিদ্দিকী, জেলা শ্রমিক দলের সভাপতি আব্দুস সামাদ, জেলা যুবদল সভাপতি আবু জাহিদ ডাবলু প্রমুখ।
জেলা বিএনপির আহবায়ক সৈয়দ ইফতেখার বলেন, ভোটার বিহীন অবৈধ সরকারের আওয়ামী সন্ত্রাসীরা দেশ ব্যাপী বিএনপির শান্তি পূর্ণ কর্মসুচিতে গুলিবর্ষন ও নৃশংস হামলা চালিয়ে বিএনপি নেতাকর্মীদের হত্যা করছেন। যা খুবই দুঃখজনক। তারা ক্ষমতা হারানোর ভয়ে এখন বিএনপির শান্তিপূর্ণ কর্মসুচিতে গুলি বর্ষন ও হামলা চালানো শুরু করেছেন এবং উল্টো বিএনপির নেতাকর্মীদের নামে মিথ্যে মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে। তিনি এ সময় এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে ছাড়া কোন নির্বাচন এ দেশের মানুষ হতে দেবে না।
খুলনা গেজেট/ টি আই