খুলনা, বাংলাদেশ | ৯ পৌষ, ১৪৩১ | ২৪ ডিসেম্বর, ২০২৪

Breaking News

  বিজিবির সাবেক মহাপরিচালক মইনুল ইসলাম বিমানবন্দরে আটক; স্ত্রী সহ কানাডার উদ্দেশ্যে যাচ্ছিলেন তিনি
  ব্যক্তিগত আয়কর দেয়ার সময় বাড়লো ৩১ জানুয়ারি পর্যন্ত কোম্পানির ক্ষেত্রে ১৫ ফেব্রুয়ারি : এনবিআর

সাতক্ষীরায় প্রথম গলদা রেণু উৎপাদন শুরু

সাতক্ষীরা প্রতিনিধি

মুজিব শতবর্ষে সাতক্ষীরা মৎস্য অধিদপ্তরকে স্মরণ করে রাখতে এই প্রথম স্থানীয় পানি, মাটি ও পরিবেশের উপযুক্ত মাদার মাছের ডিম দ্বারা গলদা মাছের রেনু উৎপাদন শুরু হয়েছে। রবিবার ২৬ জুলাই সকাল ১০টায় সাতক্ষীরার সদরের এল্লাচরে চিংড়ি চাষ প্রদর্শনী খামারে এ রেনু বিক্রির কার্যক্রম উদ্বোধন করেন জেলা মৎস্য কর্মকর্তা মোঃ মশিউর রহমান।

এ সময় সিনিয়ার মৎস্য কর্মকর্তা মোঃ নাজমুল হুদাসহ স্থানীয চাষি ও চিংড়ি চাষ প্রদর্শনী খামারে কর্মকর্তবৃন্দ উপস্থিত ছিলেন। সাতক্ষীরার পানি, মাটি ও পরিবেশের উপযুক্ত স্থানীয় নদী থেকে সংগ্রহকৃত মাদার মাছের ডিম দ্বারা গলদা চিংড়ির রেনু উৎপাদন করা হয়।

এ চিংড়ি চাষ প্রদর্শনী খামারে প্রতি দিন ৫ হাজার পিছ রেনু উৎপাদন করে স্থানীয় মাছ চাষিদের কাছে এক টাকা পিছ হিসেবে বিক্রি করা হয়। এ ছাড়া চিংড়ি চাষ প্রদর্শনী খামারে প্রতি শনিবার বিকাল ৪টা থেকে সন্ধ্যা পর্যন্ত স্থানীয় মাছ চাষিদের মিলন মেলা অনুষ্ঠিত হয়।

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!