সাতক্ষীরায় প্রতিবন্ধী শিশুদের নিয়ে বার্ষিক ক্রীড়া কর্মসূচির আওতায় ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২২ মার্চ) সকাল ১০টায় সাতক্ষীরা সরকারি কলেজ মাঠে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়।
প্রধান অতিথি হিসাবে ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন ও পুরস্কার বিতরণ করেন সাতক্ষীরা সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ আসাদুজ্জামান বাবু।
সুইড খাতিমুন্নেসা হানিফ লস্কর বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, জেলা ক্রীড়া অফিসার খালিদ জাহাঙ্গীর, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক আলহাজ্ব ডাঃ আবুল কালাম বাবলা, সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান কহিনুর ইসলাম ও মিসেস ইয়াসমিন আরা প্রমুখ।
জেলা ক্রীড়া অফিসের আয়োজনে ক্রীড়া প্রতিযোগিতায় ১২টি ইভেন্টে সুইড খাতিমুন্নেসা হানিফ লস্কর বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়ের ৫০ জন বিশেষ চাহিদা সম্পন্ন শিশু অংশ গ্রহণ করে। প্রতিযোগিতার শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এছাড়া যে সমস্ত শিশুরা বিজয়ী হতে পারেনি তাদের প্রত্যেককে সান্ত্বনা পুরস্কার দেওয়া হয়।
ক্রীড়া প্রতিযোগিতা পরিচালনা করেন সুইড খাতিমুন্নেসা হানিফ লস্কর বুদ্ধি প্রতিবন্ধি বিদ্যালয়ের সিনিয়র শিক্ষিকা নাজমা আক্তার, সহকারী শিক্ষিকা রুমা রানি বরকন্দাজ, শিক্ষা সহকারি হাসিনা পারভিন, আব্দুল মাজেদ, এছারুল্লাহ, রবিউল ইসলাম ও নুরুজ্জামান।
খুলনা গেজেট/এমএইচবি