সাতক্ষীরায় মাছের ঘেরের পানিতে ডুবে দুই শিশু ও পুকুরের পানিতে ডুবে এক শিশুসহ তিন জনের মৃত্যু হয়েছে। সোমবার (৮ মে) বেলা আড়াইটা ও তিনটার দিকে সাতক্ষীরার দেবহাটা উপজেলার পারুলিয়া ইউনিয়নের দক্ষিণ কোমরপুর ও সখিপুর ইউনিয়নের দক্ষিণ সখিপুর গ্রামে পৃথক এ ঘটনা ঘটে।
মৃত তিন শিশু হলো, সাতক্ষীরার দেবহাটা উপজেলার পারুলিয়া ইউনিয়নের দক্ষিণ কোমরপুর গ্রামের আব্দুর রহিমের ছেলে রিপন হোসেন(৪) ও একই গ্রামের বাবু সরদারের ছেলে জামির হোসেন (৪বছর ২ মাস) এবং একই উপজেলার সখিপুর ইউনিয়নের দক্ষিণ সখিপুর গ্রামের আইয়ুব আলীর ছেলে রুহুল আমিন (৭)।
সাতক্ষীরা জেলা পরিষদের সাবেক সদস্য কোমরপুর গ্রামের আল ফেরদৌস আলফা জানান, দুই শিশু রিপন ও জামির হোসেন দক্ষিণ কোমরপুর গ্রামে বাড়ির পাশে জনৈক লুৎফর রহমানের মাছের ঘেরের বাঁধের উপর খেলা করছিল। বেলা তিনটার দিকে রিপন হোসেন হঠাৎ মাছের ঘেরের পানিতে পড়ে যায়। এ সময় জামির হোসেন তাকে উদ্ধার করতে এগিয়ে গেলে সেও পানিতে পড়ে যায়। ফলে দুজনেরই পানিতে ডুবে মৃত্যু হয়। বিকাল সাড়ে তিনটার দিকে স্থানীয়রা মাছের ঘেরের পানি থেকে দুই শিশুর মৃতদেহ উদ্ধার করে।
এদিকে দেবহাটা উপজেলার দক্ষিণ সখিপুর গ্রামের আইয়ুব আলী জানান, তার ছেলে রুহুল আমিন বেলা আড়াইটার দিকে স্কুল থেকে বাড়ি ফিরে তার ভাইয়ের সাথে পুকুরে গোসল করতে নামে। পুকুরে সাঁতার কাটার একপর্যায়ে রুহুল আমিন ডুবে যেতে থাকলে তার ভাই তাকে উদ্ধার করে উপরে উঠায়। আচেতন অবস্থায় স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নিয়ে গেলে তাকে মৃত্যু ঘোষণা করা হয়।
দেবহাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ ওবায়দুল্লাহ পৃথক ঘটনায় পানিতে ডুবে তিন শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, এই ঘটনায় থানায় পৃথক দুটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায় শিশ তিনটিকে দাফনের অনুমতি দেয়া হয়েছে।
খুলনা গেজেট/কেডি