খুলনা, বাংলাদেশ | ১০ অগ্রহায়ণ, ১৪৩১ | ২৫ নভেম্বর, ২০২৪

Breaking News

  সাবেক আইজিপি মামুনের ফের ৩ দিনের রিমান্ড
  অ্যান্টিগা টেস্ট: তৃতীয় দিন শেষে বাংলাদেশ ২৬৯/৯, পিছিয়ে ১৮১ রানে

সাতক্ষীরায় ধান ও চাল সংগ্রহ অভিযান শুরু

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা

সাতক্ষীরায় ধান ও চাল সংগ্রহ অভিযান শুরুসাতক্ষীরায় শুরু হয়েছে চলতি মৌসুমের বোরো ধান ও চাল সংগ্রহ অভিযান । বৃহস্পতিবার (১৮ মে) বেলা ১২টায় সদর খাদ্য গুদাম চত্বরে এই কার্যক্রমের উদ্বোধন করেন, সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহম্মেদ রবি।

সাতক্ষীরা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমা-তুজ-জোহরার সভাপতিত্বে এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা শেখ রিয়াদ কামাল রনি, সদর টিসিএফ জাকির হোসেন, ওসিএলএসডি আমিনুর রহমান, জেলা রাইসমিল মালিক সমিতির সভাপতি আলহাজ্ব আব্দুস সবুর সরদার প্রমূখ ।

উদ্বোধনকালে জানানো হয়, এ বছর জেলায় কৃষকদের কাছ থেকে ৬ হাজার ১৯২ মেট্রিকটন ধান ও মিলারদের থেকে ১৭ হাজার ৮০১ মেট্রিকটন চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে খাদ্য বিভাগ। এর মধ্যে সদর উপজেলা খাদ্য গুদামে ৯ হাজার ২০৯ মেট্রিকটন চাল ও এক হাজার ৮১৩ মেট্রিকটন ধান সংগ্রহ করা হবে। সংগ্রহ অভিযান চলবে আগামী ৩১ আগষ্ট পর্যন্ত। সরকার প্রতি কেজি ধান ৩০ টাকা ও চাল ৪৪ টাকা দরে ক্রয় করবে।

খুলনা গেজেট/ এসজেড




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!