খুলনা, বাংলাদেশ | ১২ ফাল্গুন, ১৪৩১ | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫

Breaking News

  মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াতনেতা এ টি এম আজহারুল ইসলামের রিভিউ শুনানি চলছে
  তৎকালীন সরকারের যোগসাজশেই বিডিআর বিদ্রোহের ঘটনা, সঠিক তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য উন্মোচিত হবে : মির্জা ফখরুল
  শোকাবহ পিলখানা ট্র্যাজেডি দিবস আজ, এবার পালন হবে রাষ্ট্রীয়ভাবে

সাতক্ষীরায় ধর্ষকদের সামাজিকভাবে বয়কটের আহ্বান জানিয়ে শিক্ষার্থীদের মানববন্ধন

সাতক্ষীরা প্রতিনিধি

ধর্ষকদের সামাজিকভাবে বয়কটের আহ্বান জানিয়ে সাতক্ষীরায় মানববন্ধন করেছে সাধারণ শিক্ষার্থীরা। বৃহস্পতিবার “সচেতন শিক্ষার্থীবৃন্দ”-এর ব্যানারে সাতক্ষীরার সকল স্তরের শিক্ষার্থীদের অংশগ্রহণে সাতক্ষীরা শহীদ আব্দুর রাজ্জাক পার্ক সংলগ্ন সাতক্ষীরা-আশাশুনি সড়কে মানববন্ধন করেন শিক্ষার্থীরা। সুনির্দিষ্ট দশটি দাবি সামনে রেখে বিভিন্ন প্রতিষ্ঠানে অধ্যয়নরত কয়েক শত শিক্ষার্থী মানববন্ধনে অংশ নেন।

বক্তারা বলেন, সামাজিক আন্দোলনের মাধ্যমে নারীদের প্রতি ঘটতে থাকা সব ধরণের নির্মমতা, পাশবিকতা ও সহিংসতার বিরুদ্ধে রুখে দাঁড়ানোর অঙ্গীকার করতে হবে। এজন্য শিক্ষার্থীরা সামাজিক আন্দোলন গড়ে তুলতে তিনদিনের কর্মসুচি পালনের ঘোষণা দেন।

শিক্ষার্থীদের তিনদিন ব্যাপী এই সামাজিক আন্দোলনের মূল শ্লোগান ছিলো, “সামাজিক আন্দোলন; রুখে দাও নির্যাতন” নারী-পুরুষের সহাবস্থান এবং পরস্পরের প্রতি আস্থাশীল একটি সমাজ বিনির্মানের প্রত্যয়ে চলমান আন্দোলনের প্রথম দিনে মানববন্ধনের পর জেলার কেন্দ্রীয় শহীদ মিনারে স্বল্পসময় অবস্থান কর্মসূচি পালিত হয়।

আয়োজকরা জানান, শুক্রবার বিকালে ও সন্ধ্যায় এই আন্দোলনের দ্বিতীয় দিন শহীদ মিনার বেদীতে মোমবাতি প্রজ্বলন, প্রতীকী অবস্থান এবং গানে-কবিতায় শৈল্পিক বিক্ষোভ প্রদর্শন করা হবে। সকলকে আন্দোলনে সম্পৃক্ত হওয়ার আহ্বান ও অনুরোধ জানিয়েছেন তারা।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!