সাতক্ষীরার কালিগঞ্জের কৃষ্ণনগরে জমির সীমানা নির্ধারণকে কেন্দ্র করে সংঘর্ষে ভাতিজাদের হামলা ও মারপিটে চাচী নিহত হয়েছেন। বৃহস্পতিবার বেলা সাড়ে ১২ টার দিকে কালিগঞ্জ উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের কৃষ্ণনগর গ্রামে এ ঘটনা ঘটে। নিহতের নাম মোছাঃ আমিনা বিবি (৭৫)। তিনি সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার কৃষ্ণনগর গ্রামের মৃত ইমান আলী গাজীর স্ত্রী।
নিহতের বড় ছেলে অহেদ আলী গাজী জানান, তাদের বসতভিটার সীমানা নিয়ে চাচা মৃত ইসমাইল গাজির ছেলেদের সাথে বিরোধ চলে আসছিল।বিরোধপূর্ণ সীমানায় তার চাচাত ভাইরা জোরপূর্বক ইটের পাকা ঘর নির্মাণ শুরু করে। এসময় ভাই আব্দুর রউফ সীমানা নির্ধারণের পর পাকা ঘর নির্মাণের জন্য বললে মৃত ইসমাইল গাজীর ছেলে দিদার গাজী, মোসলেম গাজী, এশার গাজী, এশার গাজীর স্ত্রী রিজিয়া, মোসলেম গাজীর স্ত্রী ফাতেমা অতর্কিতভাবে বাশের লাঠি, কুড়াল, হাতুড়ি, কোদালসহ দেশিয় অস্ত্র নিয়ে তার উপর হামলা চালিয়ে মারপিট করতে থাকে। একপর্যায় ছেলেকে রক্ষার জন্য আমেনা বিবি এগিয়ে গেলে প্রতিপক্ষের বেধড়ক মারপিটে গুরুতর আঘাতপ্রাপ্ত হয়ে ঘটনাস্থলে তিনি মারা যান। এসময় হামলায় আব্দুর রউফ গাজী (৩০) ও অপর ভাই আব্দুর রহিম গাজী (৩৫) আহত হয়েছেন বলে জানান তিনি।
কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. দেলোয়ার হুসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ’এ ব্যাপারে থানায় একটি হত্যা মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।’
খুলনা গেজেট/এনএম