খুলনা, বাংলাদেশ | ২৯ পৌষ, ১৪৩১ | ১৩ জানুয়ারি, ২০২৫

Breaking News

  চার ঘণ্টা পর রাজশাহীর সঙ্গে সারাদেশের ট্রেন চলাচল শুরু
  স্প্যানিশ সুপার কাপ : রিয়ালকে হারিয়ে চ্যাম্পিয়ন বার্সা

সাতক্ষীরায় তিন সপ্তাহে গর্ভজাত সন্তানসহ হত্যা সাত, অস্বাভাবিক মৃত্যু ১১

নিজস্ব প্রতিবেদক, যশোর

সাতক্ষীরায় চলতি মে মাসের প্রথম তিন সপ্তাহে গর্ভজাত সন্তানসহ সাতটি হত্যাকান্ডের ঘটনা ঘটেছে। এসময় অস্বাভাবিক মৃত্যুও ঘটনা ঘটেছে ১১টি। অস্বাভাবিক মৃত্যুর মধ্যে রয়েছে আত্মহত্যা, সড়ক দুর্ঘটনা, পানিতে ডুবে, বিদ্যুৎস্পৃষ্টে ও দেয়াল চাপা পড়ে মৃত্যু। এসময় শিক্ষার্থী নির্যাতনের ঘটনাও ঘটেছে বেশ কয়েকটি। পারিবারিক বিরোধের জেরে মারপিট ও আহতের ঘটনা ঘটেছে প্রায় প্রতিদিন।

পুলিশ ও স্থানীয় নির্ভরযোগ্য সূত্রে পাওয়া তথ্য অনুযায়ী, ৯ মে (সোমবার) সাবেক স্বামীর দেওয়া পেট্রোলের আগুনে দগ্ধ হওয়ার ৪দিনের মাথায় পাটকেলঘাটার তামান্না খাতুন মৃত্যুবরণ করেন। ওইদিন রাত সাড়ে ১১টার দিকে ঢাকার শেখ হাসিনা বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তামান্না খাতুন পাটকেলঘাটা থানাধীন কাশীপুর গ্রামের আব্দুল হকের মেয়ে।
গত ১১ মে (বুধবার) আশাশুনির বড়দলে স্বামীর মৃত্যুর ১৩ বছর পর অন্তঃসত্ত¡া তাসলিমা ও তার গর্ভজাত সন্তানকে পরিকল্পিতভাবে হত্যার অভিযোগ উঠে। থানায় মামলা মামলাও হয়েছে। তাসলিমা খাতুনের স্বামীর মৃত্যুর পর প্রতিবেশী মোহাম্মদ গাজীর ছেলে কামাল গাজীর সাথে অনৈতিক সম্পর্কেও জের ধরে তাসলিমা অন্তঃসত্ত¡া হয়ে পড়ে। বিষয়টি জানাজানি হলে জেলা শহরের এক ক্লিনিকে নিয়ে অনভিজ্ঞ ডাক্তার দিয়ে গর্ভপাত ঘটানোর সময় অতিরিক্ত রক্তক্ষরণ শুরু হলে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানেই ১১ মে সকালে তাসলিমা মারা যায়। এর আগে তার গর্ভজাত সন্তানকে হত্যা করা হয়। এছাড়া গত ১৩ মে (শনিবার) শ্যামনগরে সনদবিহীন পল্লী প্রাইভেট হাসপাতালে অবৈধভাবে গর্ভপাত করায় অতিরিক্ত রক্তক্ষরণে সাবিনা খাতুন (২৭) নামে এক প্রসূতির মা ও তার শিশুর মৃত্যু হয়। প্রসূতি ৭ মাসের অন্তঃস্বত্ত¡া ছিলেন বলে জানা গেছে।

গত ১৫ মে একই উপজেলায় রোজিনা খাতুন (৩৩) নামের দু’সন্তানের জননীকে নির্যাতনের পর শ্বাসরোধ করে হত্যার পর লাশ ঘরের মেঝেতে রেখে দরজায় শিকল লাগিয়ে পালায় তার স্বামী। ওইদিন রাতে পুলিশ কালিগঞ্জের বাজারগ্রাম রহিমপুরের যমুনা নদীর তীরের বাসিন্দা ছবিলার রহমানের বাড়ির ভাড়া বাসা থেকে ওই নারীর লাশ উদ্ধার করে। নিহত রোজিনা খাতুন বাজারগ্রাম রহিমপুরের শেখ আবু রায়হানের মেয়ে ও ঝিনাইদহ জেলার কোটচাঁদপুর উপজেলার মোহনপুর গ্রামের শফিকুল ইসলামের স্ত্রী। গত ১৬ মে কালিগঞ্জ উপজেলার গনেশপুর গ্রামের ভাতিজার দায়ের কোপে চাচা সাইফুল ইসলাম (২৮) নিহত হন। এ ঘটনায় ঘাতক ভাতিজা হাবিবুরকে (২০) আটক করেছে পুলিশ। জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে ওই হত্যাকান্ড ঘটে।
এদিকে ১৪ মে সদর উপজেলার হাওয়ালখালিতে শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগে দুই শিশু ও মা আটক হয়েছে। মেয়েটির বাবা হাওয়ালখালি গ্রামের এক দিন মজুরের দায়েরকৃত মামলায় অভিযুক্ত শিশু আকিব (১২) ও তার চাচাতো ভাই রফিকুল (১১) কে অটক করে পুলিশ।

অপরদিকে গত ৬ মে শ্যামনগরে পিতাকে জবাই করে হত্যার চেষ্টা চালায় বড় ছেলে। উপজেলার আবাদচন্ডি গ্রামে এ ঘটনা ঘটে। জমি নিয়ে ছেলে শুকুর আলি তার পিতা শওকত মোল্যাকে জবাই করে হত্যার চেষ্টা করে। এছাড়া গত ১১ মে শ্যামনগর উপজেলার মুন্সীগঞ্জ ইউনিয়নের বনশ্রী শিক্ষা নিকেতনের নবম শ্রেণির এক ছাত্রীর গলায় ছুরিকাঘাত করে হত্যার চেষ্টা চালিয়েছিল এক বখাটে। ওই ছাত্রী মথুরাপুর গ্রামের নরোত্তম কর্মকারের মেয়ে। এ ঘটনায় আহত ছাত্রীর পিতা নরোত্তম কর্মকার থানায় মামলা দায়ের করেন। শ্যামনগর থানা পুলিশ আসামী মুন্সিগঞ্জ সিংহড়তলী গ্রামের ইদ্রিস ফকিরের ছেলে বুলবুল ফকির (২৪) কে গ্রেপ্তার করে।

এদিকে গত ১৩ মে দেবহাটায় একটি হাফিজিয়া মাদরাসার শিক্ষকের বেদম প্রহারে মাসুম বিল্লাহ (১২) নামের এক হাফেজ শিশু শিক্ষার্থী আহত হয়। আহত শিশুটি সাতক্ষীরা সদর উপজেলার দক্ষিণ আলীপুর গ্রামের মোহাম্মদ আলী গাজীর ছেলে। গত ১৩ মে কোচিং না করায় ও পরীক্ষায় পাশ করতে অবৈধ সুযোগের জন্য টাকা দিতে অপারগতা প্রকাশ করায় কালিগঞ্জ উপজেলার নলতার ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজিতে ঘরের মধ্যে আটক রেখে হাত ও পা বেঁধে লোহার রড ও জিআই পাইপ দিয়ে অমানুষিক নির্যাতন করা হয় এক শিক্ষার্থীকে। আহত শিক্ষার্থীর নাম সালমান হোসেন (২২)। সে পটুয়াখালি জেলার বাউফল উপজেলার দাসপাড়া ইউনিয়নের খেজুরবাড়িয়া গ্রামের মোঃ হানিফের ছেলে।

এদিকে গত ৫ মে কলারোয়ায় সাড়ে তিন বছরের এক শিশুকে ধর্ষণ করা হয়। উপজেলার মুরারীকাটি গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে পুলিশ ওবায়দুল্লাহ হোসেন নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত ওবায়দুল¬াহ (৪০) মুরারীকাটি গ্রামের সমসের আলী দালালের ছেলে। এরআগে গত ৩০ এপ্রিল ভোমরায় চার বছরের এক শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগ ওঠে। ভোমরা গ্রামের আবুল কাশেমের ছেলে মিঠুনের বাড়ির ভাড়াটিয়া মাদক ব্যবসায়ি আবু তালেব ওই শিশুটির হাত ও পা বেঁধে ধর্ষণের চেষ্টা চালায়।

অপরদিকে গত ১২ মে কালিগঞ্জে একই দিনে গলায় ফাঁস লাগিয়ে উপজেলার চাম্পাফুল ইউনিয়নের ইউসুপপুর গ্রামের মোজাহিদ হোসেনের স্ত্রী শারমিন খাতুন (২২) ও নলতা ইউনিয়নের দূরদরিয়া গ্রামের মৃত আমির আলী মোড়লের ছেলে বক্কার মোড়ল (৬২) আত্মহত্যা করে। একই দিনে দেবহাটা উপজেলার দেবীশহর গ্রামের মৃত সুবোল বিশ্বাসের ছেলে হরি বিশ্বাস (৬০) নামের এক ব্যক্তি আত্মহত্যা করে। খবর পেয়ে পুলিশ ওই রাতেই হরি বিশ্বাসের বাড়ির একটি ঘর থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে।

এছাড়া গত ১৫ মে শ্যামনগর পুকুরে পড়ে ফাহিমা খাতুন (১৮) নামের এক গৃহবধূর মৃত্যু হয়। তিনি ঈশ্বরীপুর ইউনিয়নের খাগড়াঘাট গ্রামের সাইফুল ইসলামের স্ত্রী। গত ১৬ মে শ্যামনগর উপজেলার আটুলিয়া ইউপিতে বিদ্যুৎ স্পৃষ্টে মেহেদী হাসান নামে (১৫) এক স্কুল ছাত্রের মৃত্যু হয়। সে বাদুড়িয়া গ্রামের কালাম মোড়লের ছেলে। গত ১৭ মে কলারোয়ার দক্ষিণ সোনাবাড়িয়া গ্রামের নিজ বাড়িতে ধান ঝাড়তে গিয়ে মেশিনে বিদ্যুতায়িত হয়ে আরিজুল ইসলাম (৫৫) নামের এক কৃষক মারা যান। তিনি দক্ষিণ সোনাবাড়িয়া গ্রামের মৃত আব্দুল মোড়লের ছেলে।

এদিকে ১৪ মে পাটকেলঘাটায় ট্রাকের ধাক্কায় আবু তাহের (২০) নামের ভ্যানচালক নিহত হয়। সে তালা উপজেলার চৌগাছা গ্রামের শেখ নাসিরউদ্দীনের ছেলে। গত ১৭ মে তালায় সড়কে বাধা ছাগলের দড়িতে পেচিয়ে মতিয়ার রহমান মোড়ল (৩৬) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হন। নিহত মতিয়ার মাছিয়াড়া গ্রামের আয়েজউদ্দীন মোড়লের ছেলে। একইদিনে সাতক্ষীরা-খুলনা মহাসড়কের তালতলা এলাকায় মোটরসাইকেলের ধাক্কায় আহত হয় বৃদ্ধ আহাদ আলী ওরফে নুনু খোকা। পরেরদিন ১৮ মে খুলনা সিটি মেডিকেলে মারা যান তিনি। নিহত আহাদ আলী সদর উপজেলার তালতলা গ্রমের মৃত জোহর আলীর ছেলে।

অপরদিকে ২৩ মে কালিগঞ্জে মোটরসাইকেল থেকে পড়ে রাবেয়া খাতুন (৪০) নামে এক গৃহবধূর মৃত্যু হয়। কালিগঞ্জ সরকারি কলেজের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত গৃহবধূ উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের কালিকাপুর গ্রামের আব্দুস সামাদের স্ত্রী। একই দিন শহরের পলাশপোলে দেয়াল চাপা পড়ে ইয়াছিন আলী (২০) নামের এক ইজিবাইক চালক নিহত হয়। নিহত ইয়াছিন আলী শহরের পলাশপোল এলাকার ইমান আলী সরদারের ছেলে। এ সময় আহত হয়েছে আরো তিনজন। সাতক্ষীরা শহরের পলাশপোলের নবজীবন ইনস্টিটিউটের পাশে এ ঘটনাটি ঘটে।

এছাড়া তিন সপ্তাহে জমিজমা ও পারিবারিক বিরোধে জেরে মারামারির ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছে বলে একাধিক সূত্র জানিয়েছে।

সাতক্ষীরা সদর, পাটকেলঘাটা, দেবহাটা, কালিগাঞ্জ, আশাশুনি ও শ্যামনগর থানার অফিসার ইনচার্জ পৃথকভাবে এসব ঘটনা সত্যতা নিশ্চিত করেছেন।




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!