সাতক্ষীরায় ডিবি পুলিশ পরিচয়ে ডাকাতির ঘটনায় ডাকাত দলের আরও এক সদস্যকে গ্রেপ্তার করেছে র্যাব । শুক্রবার (২৮ অক্টোবর) রাত ১১টার দিকে কলারোয়া উপজেলার সীমান্তবর্তী সোনাবাড়ীয়াএলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার হওয়া ডাকাত দলের সদস্য হলেন, মোঃ হাফিজুল ইসলাম(৫০)। সে কলারোয়া উপজেলার বাসিন্দা।
র্যাব সূত্র জানায়, ২০২১ সালের ২৭ সেপ্টেম্বর জনৈক মোঃ আক্তারুল ইসলাম বাড়ী থেকে মোটরসাইকেল যোগে সাতক্ষীরা সদর উপজেলার কদমতলা বাজারে যাওয়ার উদ্দেশ্যে রওনা হয়। পথি মধ্যে বাবুলিয়া বাজারের পূর্ব পার্শ্বে পৌছালে ডিবি পুলিশ পরিচয়ে অজ্ঞাতনামা আসামীরা তাকে আটক করে হাতে হাতকড়া পরায়। তখন তারা ভিকটিমের চোখ কালো কাপড় দিয়ে বেধে মৃত্যুর ভয় দেখিয়ে তার নিকটে থাকা নগদ টাকা, মোবাইলফোন ও মোটরসাইকেল ছিনিয়ে নেয়।
আসামীরা ভিকটিমকে প্রথমে মোটরসাইকেলে ও পরে মাইক্রোবাসে করে বিভিন্ন স্থানে ঘুরিয়ে এক নিরাবিলি স্থানে নিয়ে ভয়ভীতি দেখিয়ে ছেড়ে দেয়। পরবর্তীতে ভিকটিম সামাজিক যোগাযোগ মাধ্যমে একজন আসামীর ছবি দেখে সনাক্তপূর্বক ২০২২ সালের ৬ জানুয়ারী নিজে বাদী হয়ে সাতক্ষীরা সদর থানায় একটি ডাকাতি মামলা দায়ের করেন। মামলার পর থেকেই র্যাব-৬ এর একটি আভিযানিক দল আসামীদের গ্রেপ্তারের লক্ষ্যে গোয়েন্দা তৎপরতা শুরু করে এবং অভিযান অব্যাহত রাখে।
এরই ধারাবাহিকতায় ২৮ অক্টোবর শুক্রবার রাতে র্যাব-৬, (সাতক্ষীরা ক্যাম্প) এর একটি আভিযানিক দল গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে যে, উক্ত মামলার ডিবি পরিচয়ে সংঘবদ্ধ ডাকাত দলের মাস্টার মাইন্ড জেলার কলারোয়া থানা এলাকায় গোপনে অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে র্যাবের আভিযানিক দলটি রাত ১১টার দিকে কলারোয়া উপজেলার সীমান্তবর্তী সোনাবাড়ীয়া এলাকায় অভিযান চালিয়ে ডিবি পরিচয়ে সংঘবদ্ধ ডাকাত দলের মুলহোতা মোঃ হাফিজুল ইসলামকে গ্রেপ্তার করে।
ডাকাত দলের সদস্য হাফিজুল ইসলামকে সাতক্ষীরা জেলার সিআইডি পুলিশের নিকট হস্তান্তর প্রক্রিয়াধীন রয়েছে বলে র্যাব সূত্র জানায়।