সাতক্ষীরার কলারোয়া উপজেলার ঝাঁপাঘাটের ইছহাক মন্ডলের ছেলে নুরুল ইসলাম ও আনারুল ইসলামের বিরুদ্ধে জাল জালিয়াতি করে একই গ্রামের ১৫ থেকে ২০ জনের নামে থাকা প্রায় ৫ কোটি টাকা মূল্যের সম্পত্তি রেকর্ড করে নেয়ার অভিযোগ উঠেছে। এই জালিয়াতির প্রতিবাদে ও ঘটনায় প্রতিকার দাবি করে মানববন্ধন করেছে এলাকাবাসী। মঙ্গলবার (২৪ নভেম্বর) সকালে কলারোয়া উপজেলা পরিষদ প্রাঙ্গণে এই মানববন্ধনের আয়োজন করা হয়।
মানববন্ধনে ক্ষতিগ্রস্তদের পক্ষে বক্তব্য রাখেন, কলারোয়া উপজেলার ঝাঁপাঘাট গ্রামের মাহমুনুল হোক, জহিরুল ইসলাম, কেতাব আলী, শিক্ষক একেএম ফজলুল হক, মহাদেব সরদার, সেলিনা খাতুন, সালমা বেগম প্রমূখ।
মানববন্ধনে বক্তারা বলেন, ঝাঁপাঘাট গ্রামের করিম সরদারের ছেলে মতলেব সরদার, মমিন আলীর ছেলে একেএম ফজলুল হক, মৃত মুনসুর আলীর ছেলে জাহাঙ্গীর হোসেন, গোলাম হোসেনের ছেলে আবদুল আজিজ, আব্দুল ওহাবের ছেলে বাহার আলী, পুটে গাজীর ছেলে আহাদ আলী ও আতাব সরদারের ছেলে কেতাব আলী সরদার সাতক্ষীরা জেলা প্রশাসকের কাছ থেকে বিনিময় সূত্রে ১/১ খতিয়ানের ২ দশমিক ৬৮৩ একর জমি প্রাপ্ত হন। পরবর্তীতে ওই এলাকার নুরুল ইসলাম সাধারণ খেটে খাওয়া চাষীদের সমুদয় সম্পত্তি জালিয়াতি করে নিজের নামে গোপনে রেকর্ড করে নেয়। বক্তারা জমি ফেরত পেতে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন।
খুলনা গেজেট/এ হোসেন