খুলনা, বাংলাদেশ | ১০ অগ্রহায়ণ, ১৪৩১ | ২৫ নভেম্বর, ২০২৪

Breaking News

  হাইব্রিড মডেলে চ্যাম্পিয়ন্স ট্রফি, রাজি পাকিস্তান; ভারতের ম্যাচ দুবাইয়ে : বিসিবিআই সূত্র
  গুমের দায়ে আইনশৃঙ্খলা বাহিনীর ২২ সদস্য চাকরিচ্যুত, গুম কমিশনের সুপারিশে এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে

সাতক্ষীরায় জমিসহ বাসগৃহ পেল আরও ৩৬৪টি পরিবার

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা

মুজিববর্ষ উপলক্ষে গৃহীত আশ্রয়ণ প্রকল্পের আওতায় সাতক্ষীরার আরও ৩৬৪টি গৃহ ও ভূমিহীন পরিবারকে জমিসহ বাসগৃহ উপহার দেওয়া হয়েছে।

বুধবার (৯ আগস্ট) প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজ কার্যালয় থেকে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে এসব গৃহহীন ও ভূমিহীন পরিবারের মাঝে জমিসহ বাসগৃহের চাবি হস্তান্তর কার্যক্রম উদ্বোধন করেন। এসময় সাতক্ষীরা সদর ও কালিগঞ্জ উপজেলাকে গৃহহীন মুক্ত ঘোষণা করেন প্রধানমন্ত্রী।

উদ্বোধনী অনুষ্ঠানে সাতক্ষীরা সদর উপজেলা মিলনায়তন প্রান্তে উপস্থিত ছিলেন সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি, উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমা তুজ জোহরা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান কোহিনূর বেগম, অতিরিক্ত পুলিশ সুপার আমিনুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) সুমনা আইরিন, সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকতা মোঃ ইয়ারুল হক, উপজেলা সমাজসেবা কর্মকতা শহিদুর রহমান প্রমুখ।

প্রসঙ্গত, বুধবার জেলার সাতক্ষীরা সদর উপজেলার ৪০টি, কালিগঞ্জ উপজেলার ১১৭টি ও আশাশুনি উপজেলার ২০৭টি পরিবারের মাঝে জমিসহ বাসগৃহের চাবি হস্তান্তর করা হয়।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!