খুলনা, বাংলাদেশ | ১০ অগ্রহায়ণ, ১৪৩১ | ২৫ নভেম্বর, ২০২৪

Breaking News

  অ্যান্টিগা টেস্ট: তৃতীয় দিন শেষে বাংলাদেশ ২৬৯/৯, পিছিয়ে ১৮১ রানে

সাতক্ষীরায় ছয় দিন ব্যাপী রেফারি প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন

সাতক্ষীরা প্রতিনিধি

সাতক্ষীরায় ৬ দিন ব্যাপী রেফারি প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। জেলা ফুটবল রেফারীজ এ্যাসোসিয়েশনের উদ্যোগে বৃহস্পতিবার (১৮ মার্চ) সকালে সাতক্ষীরা স্টেডিয়ামে এই প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করেন, সাতক্ষীরার পুলিশ সুপার ও জেলা ফুটবল রেফারীজ এ্যাসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ মোস্তাফিজুর রহমান।

চিংড়ি বাংলা লিমিটেড সাতক্ষীরার পৃষ্ঠপোষকতায় উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা বদরল ইসলাম খান, জেলা ফুটেবল এ্যাসোসিয়েশনের সভাপতি শেখ নাসেরুল হক, বিশিষ্ট্য সমাজ সেবক আলহাজ¦ ডাঃ আবুল কালাম বাবলা প্রমুখ।

প্রশিক্ষণ কোর্সে প্রশিক্ষক হিসেবে দায়ীত্ব পালন করছেন, বাংলাদেশ ফুটবল রেফারীজ এ্যাসোসিয়েশনের ইন্সট্রাক্টর ও ফিফা রেফারী তৈয়েব হাসান বাবু, নাজমুল হুদা ও সুজিত কুমার ব্যানার্জি।

প্রশিক্ষন কোর্সে সাতক্ষীরা জেলার ৭১ জন যুবক অংশ গ্রহণ করেছেন। আগামী ২৩ মার্চ সনদ বিতরনের মধ্য দিয়ে এই কোর্স শেষ হবে।

খুলনা গেজেট/ টি আই




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!