সাতক্ষীরায় ছিনতাইকালে তিন যুবককে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয় জনতা। মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১১টার দিকে সাতক্ষীরা সদর উপজেলার কাশেমপুর এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলো, সাতক্ষীরা সদও উপজেলার বাঁশদাহ ইউনিয়নের পাঁচরকি গ্রামের আজিজুল ইসলামের ছেলে মমিনুর রহমান সোহান (২৩), একই এলাকার মৃত আজাহার রহমানের ছেলে এনামুল হক (২৫)ও মকলেছুর রহমান এর ছেলে মাসুদ রানা আশিক (২১)।
পুলিশ জানায়, সদর উপজেলার কদমতলা বাজারের ঔষধ ব্যবসায়ী নাছিম আলী মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে দোকান বন্ধ করে মটর সাইকেলে বাড়ি যাচ্ছিলেন। পতিমধ্যে কাশেমপুর স্টোন ব্রিকস নামের ইট ভাটা এলাকায় পৌঁছালে অপর একটি মটর সাইকেলে তিন যুবক এসে তার গতিরোধ করে। এসময় তারা ছুরি দেখিয়ে ব্যবসায়ি নাছিম আলীর কাছে থাকা টাকা ও মোটরসাইকেল ছিনতাইয়ের চেষ্টা করে। ছিনতাইকারি ভেবে ঔষধ ব্যবসায়ীর নাছিম আলী ডাক চিৎকার শুরু করেন। তার ডাক চিৎকারে আশপাশের লোকজন দ্রুত ঘটনাস্থলে এসে হাতে নাতে তিন ছিনতাইকারীকে আটক করে সদর থানা পুলিশে খবর দেয়। খবর পেয়ে সদর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌছালে ওই তিন ছিনতাইকারীকে তাদের হাতে তুলে দেয় স্থানীয় জনতা।
সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ গোলাম কবির ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটককৃতদের কাছ থেকে ছুরি, তিনটি ফোন ও একটি মোটর সাইকেল জব্দ করা হয়েছে।
এ ঘটনায় ঔষধ ব্যবসায়ী নাছিম আলী বাদী হয়ে থানায় একটি মামলা দিয়েছেন। আসামিদের আদালতের মাধ্যমে কারাগরে পাঠানো হয়েছে।