ডিসেম্বরের ১৪ তারিখ। সকাল তখন সাড়ে দশটা। নিজ বাড়িতে গোসল শেষে ঘরে কাপড় পরিবর্তন করতে ছিলেন এক গৃহবধু। বাড়িতে সে সময় অন্য কোন লোক ছিল না। সুযোগ বুঝে তুহিন ঐ নারীর ঘরে প্রবেশ করে। জাপটে ধরে অর্ধ পরিহিত শাড়ি দিয়ে মুখ পেচিয়ে ধর্ষণ করে গৃহবধূকে। পরে ভিকটিমের চিৎকার শুনে আত্মীয়-স্বজন আশপাশের লোকজন এগিয়ে আসলে তুহিন ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এ বিষয়ে ভিকটিমের শাশুড়ি বাদী হয়ে সাতক্ষীরার সদর থানায় মামলা দায়ের করেন। এমনটাই জানা যায় র্যাবের পাঠানো প্রেস রিলিজে।
ধর্ষণের ঘটনায় দায়ের করা মামলার অভিযুক্ত মোঃ তুহিন হোসেন (২৮) কে গ্রেপ্তার করেছে র্যাব। গতকাল বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) দুপুর ২টায় সাতক্ষীরার আশাশুনি থানার আগরদারী গ্রাম থেকে তাকে আটক করা হয়। আটক তুহিন সাতক্ষীরার সদর থানার পাথরগাঘাটা মাঝেরপাড়া তবিবর রহমানের ছেলে।
সাতক্ষীরা সদর থানায় তুহিনের বিরুদ্ধে দায়ের করা মামলা নং- ৪০, তারিখঃ ১৫/১২/২০২১, ধারা- ২০০০ সালের নারী ও শিশু নির্যাতন আইন (সংশোধনী ২০০৩) এর ৯ (১) ধারা। মামলাটির বিষয়ে র্যাব-৬ (সাতক্ষীরা ক্যাম্প) এর একটি আভিযানিক দল ছায়া তদন্ত করে পলাতক অবস্থায় তাকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃত ব্যাক্তিকে সাতক্ষীরা জেলার সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
খুলনা গেজেট/ এস আই