সাতক্ষীরায় র্যাব সদস্যরা অভিযান চালিয়ে রবিবার সদর উপজেলার কুশখালি ইউনিয়ানের শিকড়ি গ্রামের মোল্যা বাড়ির সামনের পাকা রাস্তার ওপর থেকে এক কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী হলো, সাতক্ষীরা সদর উপজেলার ছয়ঘরিয়া গ্রামের মৃত্যু আব্দুল হাই সরদারের ছেলে মোঃ বিপ্লব হোসেন (৩০)।
র্যাব সূত্র জানায়, সাতক্ষীরা সদর উপজেলার কুশখালি ইউনিয়ানের শিকড়ি গ্রামে মাদকের বিকিকিনি হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৬, সাতক্ষীরা (সিপিসি-১) এর একটি আভিযানিক দল সেখানে অভিযান চালায়। এ সময় শিকড়ি গ্রামের মোল্যা বাড়ির সামনের পাকা রাস্তার ওপর থেকে এক কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী বিপ্লব হোসেনকে আটক করে র্যাব।র্যাব-৬, সাতক্ষীরা (সিপিসি-১) এর সিনিঃ এএসপি মোঃ বজলুর রশীদ জানান, আটক মাদক ব্যবসায়ীকে সদর থানায় পুলিশে সোপার্দ করা হয়েছে। এ ঘটনায় র্যাবের পক্ষ থেকে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
তিনি আরো জানান, র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) এর প্রতিষ্ঠালগ্ন থেকে সবসময় বিভিন্ন ধরণের অপরাধীদের গ্রেফতারের ক্ষেত্রে অত্যন্ত অগ্রণী ভূমিকা পালন করে আসছে। র্যাবের সৃষ্টিকাল থেকে চাঁদাবাজ, সন্ত্রাসী, খুনী, অবৈধ অস্ত্র গোলাবারুদ উদ্ধার, ছিনতাইকারী, অপহরণকারী ও প্রতারক গ্রেফতার এবং প্রত্মসম্পদ উদ্ধারসহ সাধারণ জনগণের মনে আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে। এছাড়াও বিভিন্ন সময়ে সংগঠিত চাঞ্চল্যকর অপরাধে জড়িত অপরাধীদের আইনের আওতায় এনে র্যাব জনগনের সুনাম অর্জন করতে সক্ষম হয়েছে।
খুলনা গেজেট/এমআর