খুলনা, বাংলাদেশ | ১০ অগ্রহায়ণ, ১৪৩১ | ২৫ নভেম্বর, ২০২৪

Breaking News

  ইসকন নেতা চিন্ময় দাসকে বিমান বন্দরে গ্রেপ্তার করেছে ডিবি
  কক্সবাজারের টেকনাফ সমুদ্র সৈকতে গোসলে নেমে নিখোঁজ দুই শিক্ষার্থীর মরদেহ উদ্ধার
  সাবেক আইজিপি মামুনের ফের ৩ দিনের রিমান্ড

সাতক্ষীরায় করোনা উপসর্গে আরও ৮ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ৫৭

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা

সাতক্ষীরায় ফের বেড়েছে মৃুত্যও সংখ্যা। গত ২৪ ঘন্টায় করোনা উপসর্গ নিয়ে তিন নারী সহ আরো ৮জনের মৃত্যু হয়েছে। সাতক্ষীরা মেডিকেল কলেজ (সামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। এনিয়ে জেলায় ৪ অগষ্ট বুধবার পর্যন্ত ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মারা গেছেন মোট ৮৫ জন। আর উপসর্গ নিয়ে মারা গেছেন কমপক্ষে ৫৬৫ জন।

করোনা উপসর্গে মৃতরা হলেন, সাতক্ষীরার সদর উপজেলার হাড়দ্দহা গ্রামের মোঃ ফজলুর রহমান গাজীর স্ত্রী ছফুরা খাতুন (৫২), কালিগঞ্জ উপজেলা ইন্দ্রনগর গ্রামের আকবর আলীর ছেলে মারুফ বিল্লাহ (৪০), একই উপজেলার নলতা গ্রামের মৃত মঙ্গলের ছেলে হাবিবুর রহামন (৫০), একই উপজেলার বাজার গ্রামের মৃত শেখ আজিজুর রহমানের ছেলে শেখ আব্দুল হামিদ (৫০), সাতক্ষীরা শহরের সুলতানপুর এলাকার অশোক দত্তের স্ত্রী বিমলা দত্ত (৬০), একই এলাকার মৃত হানিফ আলীর ছেলে ইসানুর রহমান (৩৬), দেবহাটা উপজেলা নওয়াপাড়া গ্রামের মৃত রমজান আলী সরদারের ছেলে আব্দুর রহিম (৮৫), কলারোয়া উপজেলার গদখালি গ্রামের মৃত চাঁধ আলীর স্ত্রী রাশিদা খাতুন (৬০)।

জেলা স্বাস্থ্য বিভাগ সূত্র জানায়, জ্বর, সর্দি, কাশি ও শ্বাসকষ্টসহ করোনার নানা উপসর্গ নিয়ে ও আক্রান্ত হয়ে মৃত ব্যক্তিরা গত ১০ জুলাই থেকে ৪ আগষ্টের মধ্যে বিভিন্ন সময়ে সাতক্ষীরা মেডিকেল কলেজ (সামেক) হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি হন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ৪ আগষ্ট ভোর সোয়া ১২ টা ১০ মিনিট থেকে বেলা ২টার মধ্যে বিভিন্ন সময়ে তাদের মৃত্যু হয়।
সামেক হাসপাতাল সূত্র জানায়, ৫ আগষ্ট সকাল পর্যন্ত মোট ১৭৭ জন রোগী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আছেন। এর মধ্যে ১৯ জন করোনা পজেটিভ ও বাকি ১৫৮ জন সাসপেক্টেড। গত ২৪ ঘন্টায় নতুন করে ভর্তি হয়েছেন ২৪ জন ও সুস্থ্য হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়েছেন ২৮ জন। নিবিড় পরিচর্যা ইউনিটে (আইসিইউ) ভর্তি আছে ৮ জন।

এদিকে সাতক্ষীরায় ফের বেড়েছে করোনা সংক্রমনের হার। গত ২৪ ঘন্টায় নতুন করে আরো ৫৭ জনের করোনা শনাক্ত হয়েছে। এ সময় ৩১১ টি নমুনা পরীক্ষা করা হয়। শনাক্তের হার ১৮ দশমিক ৩৩শতাংশ। এর আগেরদিন শনাক্তের হার ছিল ১৭ দশমিক ৯৫শতাংশ।

সাতক্ষীরা সদর হাসপতালের মেডিকেল অফিসার ও জেলা করোনা বিষয়ক তথ্য কর্মকর্তা ডাঃ জয়ন্ত কুমার সরকার জানান, গত ২৪ ঘন্টায় জেলায় করোনা উপসর্গে মারা গেছে ৮ জন। এসময় ৩১১টি নমুনা পরীক্ষা করে ৫৭ জনের করোনা পজেটিভ সনাক্ত হয়। এরমধ্যে সামেক হাসপাতালের আরটি পিসিআর ল্যাবে ৯৩ টি নমুনা পরীক্ষা করে ১৮ জনের এবং বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কপ্লেক্সে র‌্যাপিড এন্টিজেন কীটে ২১৮ টি নমুনা পরীক্ষা করে আরো ৩৯ জনের করোনা শনাক্ত হয়। শনাক্তের হার ১৮ দশমিক ৩৩ শতাংশ।

তিনি আরো বলেন, বুধবার ৪ আগষ্ট পর্যন্ত সাতক্ষীরা জেলায় মোট করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ৫ হাজার ৮৯০ জন। জেলায় মোট সুস্থ হয়েছেন ৪ হাজার ৬৯২ জন। বর্তমানে জেলায় করোনা রোগী রয়েছে ১ হাজার ১১৩ জন। এরমধ্যে হাসপাতালে ভর্তি করোনা রোগীর সংখ্যা ২৯ জন। ভর্তি রোগীর মধ্যে সরকারি হাসপাতালে ২৬ জন ও বেসরকারি হাসপাতালে ৩ জন রয়েছেন। বাড়িতে হোম আইসোলেশনে আছেন ১ হাজার ৮৪ জন।

বেসরকারি হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ৪৯ জন। সরকারি হাসপাতালে ভর্তি আছেন ১৭৭ জন। সরকারি ও বেসরকারি মিলে জেলায় মোট ভর্তি রোগীর সংখ্যা ২৩৩ জন। গত ২৪ ঘন্টায় জেলায় সুস্থ হয়েছেন ৬২ জন। জেলায় ৪ আগষ্ট পর্যন্ত ভাইরাসটিতে আক্রান্ত হয়ে ৮৫ জন এবং উপসর্গে মারা গেছেন আরো ৫৬৫ জন।

খুলনা গেজেট/ টি আই




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!