সাতক্ষীরায় করোনা উপসর্গ নিয়ে মৃত্যু পাঁচশ’ ছাড়িয়েছে। গত ২৪ ঘন্টায় করোনা উপসর্গে নিয়ে তিন নারীসহ আরো ৪ জনের মৃত্যু হয়েছে। সাতক্ষীরা মেডিকেল কলেজ (সামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। এনিয়ে জেলায় ২৩ জুলাই শুক্রবার পর্যন্ত ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মারা গেছেন ৮২ জন। আর উপসর্গ নিয়ে মারা গেছেন ৫০২ জন।
সামেক হাসপাতালে করোনা উপসর্গ নিয়ে মৃত ব্যক্তিরা হলেন, সাতক্ষীরার শ্যামনগর উপজেলার মিরগাং গ্রামের সিরাজুল ইসলামের স্ত্রী মাহফুজা খাতুন (৪৫), একই উপজেলার কলবাড়ি গ্রামের সবেদ আলীর স্ত্রী নুরজাহান বেগম (৫৩), একই উপজেলার নেওয়াবেকী গ্রামের মৃত অহর মন্ডলের ছেলে নিপেন্দ্র নাথ মন্ডল (৬০) ও খুলনা জেলার পাইকগাছা উপজেলার কাশিনগর গ্রামের বরহান উদ্দীনের স্ত্রী নুরজাহান বেগম (৭০)।
জেলা স্বাস্থ্য বিভাগ সূত্র জানায়, জ্বর, সর্দি, কাশি ও শ্বাসকষ্টসহ করোনার নানা উপসর্গ নিয়ে গত ১৪ জুলাই থেকে ২০ জুলাইয়ের মধ্যে বিভিন্ন সময় সাতক্ষীরা মেডিকেল কলেজ (সামেক) হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি হন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ২৩ জুলাই শুক্রবার ভোর ৫টা ১০ মিনিট থেকে বিকাল ৫টার মধ্যে বিভিন্ন সময়ে তাদের মৃত্যু হয়।
সাতক্ষীরা সদর হাসপতালের মেডিকেল অফিসার ও জেলা করোনা বিষয়ক তথ্য কর্মকর্তা ডাঃ জয়ন্ত কুমার সরকার জানান, গত ২৪ ঘন্টায় জেলায় করোনা উপসর্গে মারা গেছে আরো ৪ জন। শুক্রবার ছুটির দিন থাকায় কোন নমুনা সংগ্রহ ও পরীক্ষা করা হয়িনি।
তিনি আরো বলেন, শুক্রবার ২৩ জুলাই পর্যন্ত সাতক্ষীরায় মোট করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ৫ হাজার ১৬৮ জন। জেলায় মোট সুস্থ হয়েছেন ৩ হাজার ৯৬৭ জন। বর্তমানে জেলায় করোনা রোগী রয়েছে ১১১৯ জন। এর মধ্যে হাসপাতালে ভর্তি করোনা রোগীর সংখ্যা ২৮ জন। ভর্তি রোগীর মধ্যে সরকারি হাসপাতালে ২৫ জন ও বেসরকারি হাসপাতালে ৩ জন রয়েছেন।
বাড়িতে হোম আইসোলেশনে আছেন ১ হাজার ৯১ জন। সরকারি হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ১৮৩ জন এবং বেসরকারি হসপাতালে ভর্তি রয়েছে ২৭ জন। সরকারি ও বেসরকারি মিলে জেলায় মোট ভর্তি রোগীর সংখ্যা ২২২ জন। গত ২৪ ঘন্টায় জেলায় সুস্থ হয়েছেন ৪৮ জন। জেলায় ২৩জুলাই পর্যন্ত ভাইরাসটিতে আক্রান্ত হয়ে ৮২ জন এবং উপসর্গে মারা গেছেন আরো ৫০২ জন।
খুলনা গেজেট/এনএম