সাতক্ষীরায় করোনা উপসর্গ নিয়ে মৃত্যুর সংখ্যা সাড়ে চারশ’ ছাড়িয়েছে। গত ২৪ ঘন্টায় করোনা উপসর্গে নিয়ে আরো ৯ জনের মৃত্যু হয়েছে। সাতক্ষীরা মেডিকেল কলেজ (সামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। এনিয়ে জেলায় শুক্রবার পর্যন্ত ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মারা গেছেন ৮০ জন। আর উপসর্গ নিয়ে মারা গেছেন ৪৫৮ জন।
করোনা উপসর্গ নিয়ে মৃত ব্যক্তিরা হলেন, সাতক্ষীরার তালা উপজেলার শিবপুর গ্রামের মৃত আব্দুর রাজ্জাকের ছেলে অব্দুল গফুর (৬০), একই উপজেলার সাহপুর গ্রামের মৃত আব্দুস সাত্তারের ছেলে নজরুল ইসলাম (৭০), একই উপজেলার খাজুরা গ্রামের মৃত শেখ আব্দুস সাত্তারের ছেলে শেখ কামাল হোসেন (৬২) আশাশুনি উপজেলার বড়দল গ্রামের মৃত হানিফের ছেলে আব্দুস সাত্তার (৭৫), একই গ্রামের মৃত ইসাক আলীর ছেলে আরশাদ আলী (৭৮), শহরের কাটিয়া এলাকার মৃত সন্যাসী চরনের ছেলে ভীম চন্দ্র (৫৪), সদর উপজেলার আগরদাড়ি গ্রামের অব্দুর রহিমের ছেলে আব্দুর রউফ (৪৫), দেবহাটা উপজেলার সখিপুর গ্রামের মৃত পাগল চন্দ্র বিশ্বাসের ছেলে ভরত চন্দ্র বিশ্বাস (৭৪) ও যশোরের ঝিকরগাছা উপজেলার মাঠশিরা গ্রামের মৃত হেকমত বিশ্বাসের ছেলে রাজ্জাক বিশ্বাস (৫২)।
জেলা স্বাস্থ্য বিভাগ সূত্র জানায়, জ্বর, সর্দি, কাশি ও শ্বাসকষ্টসহ করোনার নানা উপসর্গ নিয়ে মৃত ব্যক্তিরা গত ২৯ জুন থেকে ১৬ জুলাইয়ের মধ্যে বিভিন্ন সময়ে সাতক্ষীরা মেডিকেল কলেজ (সামেক) হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি হন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ১৬ জুলাই ভোর রাত পৌনে ২ টা থেকে বেলা সাড়ে ৫টার মধ্যে বিভিন্ন সময়ে তাদের মৃত্যু হয়।
এদিকে সাতক্ষীরায় ফের কমেছে করোনা সংক্রমণের হার। গত ২৪ ঘন্টায় নতুন করে আরো ৩৩ জনের করোনা শনাক্ত হয়েছে। এ সময় ১৭৫ টি নমুনা পরীক্ষা করা হয়। শনাক্তের হার ১৮ দশমিক ৮৬ শতাংশ। এর আগের দিন শনাক্তের হার ২৪ দশমিক ৬৫ শতাংশ।
সাতক্ষীরা সদর হাসপতালের মেডিকেল অফিসার ও জেলা করোনা বিষয়ক তথ্য কর্মকর্তা ডাঃ জয়ন্ত কুমার সরকার জানান, গত ২৪ ঘন্টায় জেলায় করোনা উপসর্গে মারা গেছে আরো ৯ জন। সামেক হাসপতালের আরটি পিসিআর ল্যাবে মোট ১৭৫ টি নমুনা পরীক্ষা করে ৩৩ জনের করোনা পজেটিভ শনাক্ত হয়। শনাক্তের হার ১৮ দশমিক ৮৬ শতাংশ।
তিনি আরো বলেন, বৃহস্পতিবার পর্যন্ত সাতক্ষীরায় মোট করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ৪ হাজার ৮২৫ জন। জেলায় মোট সুস্থ হয়েছেন ৩ হাজার ৫৩৭ জন। বর্তমানে জেলায় করোনা রোগী রয়েছে ১২০৮ জন। এর মধ্যে হাসপাতালে ভর্তি করোনা রোগীর সংখ্যা ৩৪ জন। ভর্তি রোগীর মধ্যে সরকারি হাসপাতালে ২৬ জন ও বেসরকারি হাসপাতালে ৮ জন রয়েছেন। বাড়িতে হোম আইসোলেশনে আছেন ১১৭১ জন।
উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি আছেন ৩২৮ জন। এর মধ্যে সরকারি হাসপাতালে ২৪৭ জন এবং বেসরকারি হসপাতালে ভর্তি রয়েছে ৮১ জন। সরকারি ও বেসরকারি মিলে জেলায় মোট ভর্তি রোগীর সংখ্যা ৩৫৪ জন। গত ২৪ ঘন্টায় জেলায় সুস্থ হয়েছেন ৫৪ জন। জেলায় ১৬ জুলাই পর্যন্ত ভাইরাসটিতে আক্রান্ত হয়ে ৮০ জন এবং উপসর্গে মারা গেছেন আরো ৪৫৮ জন।
খুলনা গেজেট/এনএম