খুলনা, বাংলাদেশ | ১০ অগ্রহায়ণ, ১৪৩১ | ২৫ নভেম্বর, ২০২৪

Breaking News

  ইসকন নেতা চিন্ময় দাসকে বিমান বন্দরে গ্রেপ্তার করেছে ডিবি
  কক্সবাজারের টেকনাফ সমুদ্র সৈকতে গোসলে নেমে নিখোঁজ দুই শিক্ষার্থীর মরদেহ উদ্ধার
  সাবেক আইজিপি মামুনের ফের ৩ দিনের রিমান্ড

সাতক্ষীরায় করোনা উপসর্গে ছয় নারীসহ ১০ জনের মৃত্যু

সাতক্ষীরা প্রতিনিধি

সাতক্ষীরায় বেড়েই চলেছে করোনা উপসর্গ নিয়ে মৃত্যুর সংখ্যা। গত ২৪ ঘন্টায় করোনা উপসর্গ নিয়ে ছয় নারীসহ আরো ১০ জনের মৃত্যু হয়েছে। সাতক্ষীরা মেডিকেল কলেজ (সামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বিভিন্ন সময়ে তাদের মৃত্যু হয়। এনিয়ে জেলায় গত ৯ জুলাই পর্যন্ত ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মারা গেছেন মোট ৭৬ জন। আর উপসর্গ নিয়ে মারা গেছেন অন্ততঃ ৪১৪ জন।

করোনার উপসর্গ নিয়ে মৃত ব্যক্তিরা হলেন, কলারোয়া উপজেলার বালিয়ানপুর গ্রামের যাবেদ আলীর স্ত্রী সরবানু খাতুন (৬০), শহরের সুলতানপুর এলাকার সন্তোষ পালের স্ত্রী নিহার রানী পাল (৬৫),পাটকেলঘাটা থানার চোমরখালী গ্রামের কুতুবউদ্দিনের স্ত্রী জামিলা খাতুন(৫৫), কালিগঞ্জ উপজেলার রতনপুর গ্রামের মৃত ছানাউল্লাহর ছেলে আব্দুল খালেক (৩৫), একই গ্রামের মোঃ জসিম উদ্দিনের ছেলে আব্দুল করিম (৭২), একই উপজেলার নলতা গ্রামের মৃত শুকুর আলীর স্ত্রী ছফুরা বেগম (৬০), সদর উপজেলার গড়েরকান্দা গ্রামের মৃত কাঁলাচাদের ছেলে আব্দুল হামিদ (৭০), একই উপজেলার বাঁশদহা গ্রামের অঅবুল খায়েরের স্ত্রী ফিরোজা খাতুন (৫৫), আশাশুনি উপজেলার দক্ষিন চাপড়া গ্রামের মৃত রবিউল ইসলামের ছেলে মহিদুল ইসলাম (৭০), ও যশোরের কেশবপুরের সন্তোষ কুমার বিশ্বাসের স্ত্রী শান্তনা বিশ্বাস (৩২)।

জেলা স্বাস্থ্য বিভাগ সূত্র জানায়, জ্বর, সর্দি, কাশি ও শ্বাসকষ্টসহ করোনার নানা উপসর্গ নিয়ে উল্লেখিতরা গত ২৮ জুন থেকে ১৮ জুলাইয়ের মধ্যে বিভিন্ন সময়ে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি হন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ৯ জুলাই সকাল ৮টা ২০ মিনিট হতে রাত ১০ টা ৪৫ মিনিটের মধ্যে বিভিন্ন সময়ে তাদের মৃত্যু হয়।

এদিকে সাতক্ষীরায় ফের বেড়েছ করোনা সংক্রমণের হার। গত ২৪ ঘন্টায় নতুন করে ৩৭ জনের করোনা শনাক্ত হয়েছে। এ সময় ১২৯ টি নমুনা পরীক্ষা করা হয়। শনাক্তের হার ২৮ দশমিক ৬৪ শতাংশ। এর আগের দিন শনাক্তের হার ছিল ২৭ দশমিক ৮৬ শতাংশ।

সাতক্ষীরা সদর হাসপতালের মেডিকেল অফিসার ও জেলা করোনা বিষয়ক তথ্য কর্মকর্তা ডাঃ জয়ন্ত কুমার সরকার জানান, গত ২৪ ঘন্টায় করোনা উপসর্গে জেলায় মারা গেছে ১০ জন। জেলায় মোট ১২৯ টি নমুনা পরীক্ষা করে ৩৭ জনের করোনা পজেটিভ শনাক্ত হয়। শনাক্তের হার ২৮ দশমিক ৬৪ শতাংশ।

তিনি আরো বলেন, শুক্রবার ৯ জুলাই পর্যন্ত সাতক্ষীরায় মোট করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ৪ হাজার ২১৩ জন। জেলায় মোট সুস্থ্য হয়েছেন ৩ হাজার ৩৯ জন। বর্তমানে জেলায় করোনা রোগী রয়েছে ১০৯৮ জন। হাসপাতালে ভর্তি করোনা রোগীর সংখ্যা ৪১ জন। এদের মধ্যে সামেক হাসপাতালে ২৪ জন ও বেসরকারি হাসপাতালে ১৭ জনসহ ভর্তি অছেন। বাড়িতে হোম আইসোলেশনে আছেন ১০৫৭ জন। উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি আছেন ৩৭২ জন। এর মধ্যে সরকারি হাসপাতালে ভর্তি ২৫৮ জন এবং বেসরকারি হসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ১২৪ জন। সরকারি ও বেসরকারি মিলে জেলায় ভর্তি রোগীর সংখ্যা ৪০৩ জন। গত ২৪ ঘন্টায় জেলায় সুস্থ হয়েছেন ৭৪ জন। জেলায় ৯ জুলাই পর্যন্ত ভাইরাসটিতে আক্রান্ত হয়ে ৭৬ জন এবং উপসর্গে মারা গেছেন অন্ততঃ ৪১৪ জন।

খুলনা গেজেট/ এমএইচবি

 




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!