খুলনা, বাংলাদেশ | ২৬ পৌষ, ১৪৩১ | ১০ জানুয়ারি, ২০২৫

Breaking News

  নতুন বাংলাদেশ নির্মাণে সবাইকে কাজ করার আহবান ফখরুলের
  কুমিল্লায় ট্রাকচাপায় ২ মোটরসাইকেল আরোহী নিহত

সাতক্ষীরায় করোনা উপসর্গে আরো ৮ জনের মৃত্যু, বেড়েছে সংক্রমণের হার

সাতক্ষীরা প্রতিনিধি

সাতক্ষীরায় করোনা উপসর্গ নিয়ে মৃত্যুর সংখ্যা চারশ’ ছাড়িয়েছে। গত ২৪ ঘন্টায় করোনা উপসর্গ নিয়ে তিন নারীসহ আরো ৮ জনের মৃত্যু হয়েছে। সাতক্ষীরা মেডিকেল কলেজ (সামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বিভিন্ন সময়ে তাদের মৃত্যু হয়। এ নিয়ে জেলায় গত ৭ জুলাই পর্যন্ত ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মারা গেছেন মোট ৭৬ জন। আর উপসর্গ নিয়ে মারা গেছেন অন্ততঃ ৪০৪ জন।

করোনার উপসর্গ নিয়ে মৃত ব্যক্তিরা হলেন, সাতক্ষীরা সদও উপজেলার সাতিয়ানতলঅ গ্রামের ইদ্রিস আলীর স্ত্রী মাহফুজা খাতুন (৫০), কলারোয়া উপজেলার পাথরঘাটা গ্রামের মৃত কলিম উদ্দিনের ছেলে সুরত আলী (৮০), আব্দুল মান্নানের স্ত্রী তাহমিনা খাতুন (৩৫), একই উপজেলার শংকরপুর গ্রামের নজর আলীর ছেলে নাসিম উদ্দিন (৪০), বড়ালী গ্রামের মোশারফ হোসেনের স্ত্রী রাবেয়া পারভীন (৬৮), আব্দুল মান্নানের স্ত্রী তাহমিনা খাতুন (৩৫), কালিগঞ্জ উপজেলার মৌতলা গ্রামের মৃত আব্দুল হ্ইা এর ছেলে আব্দুল খালেক (৯০), আশাশুনি উপজেলার বাটরা গ্রামের ছবেদ আলী গাজীর ছেলে মোকছেদ আলী গাজী (৬৯) ও সাতক্ষীরা শহরের ইটাগাছ এলাকার তৈয়ব আলীর ছেলে আমিরুল ইসলাম (৬২)।

জেলা স্বাস্থ্য বিভাগ সূত্র জানায়, জ্বর, সর্দি, কাশি ও শ্বাসকষ্টসহ করোনার নানা উপসর্গ নিয়ে উল্লেখিতরা গত ২৮ জুন থেকে ৮ জুলাইয়ের মধ্যে বিভিন্ন সময়ে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি হন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ৮ জুলাই ভোর রাত ২ টাসন্ধ্যা সোয়া ৭টার মধ্যে বিভিন্ন সময়ে তাদের মৃত্যু হয়।

এদিকে সাতক্ষীরায় ফের বেড়েছ করোনা সংক্রমনের হার। গত ২৪ ঘন্টায় নতুন করে ১৩৬ জনের করোনা শনাক্ত হয়েছে। এ সময় ৪৮৮ টি নমুনা পরীক্ষা করা হয়। শনাক্তের হার ২৭ দশমিক ৮৬ শতাংশ। এর আগের দিন শনাক্তের হার ২২ দশমিক ৫১ শতাংশ।

সাতক্ষীরা সদর হাসপতালের মেডিকেল অফিসার ও জেলা করোনা বিষয়ক তথ্য কর্মকর্তা ডাঃ জয়ন্ত কুমার সরকার জানান, গত ২৪ ঘন্টায় করোনা উপসর্গে জেলায় মারা গেছে ৮ জন। জেলায় মোট ৪৮৮ টি নমুনা পরীক্ষা করে ১৩৬ জনের করোনা পজেটিভ সনাক্ত হয়। শনাক্তের হার ২৭ দশমিক ৮৬ শতাংশ।

তিনি আরো বলেন, বৃহস্পতিবার ৮ জুলাই পর্যস্ত সাতক্ষীরায় মোট করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ৪ হাজার ১৭৩ জন। জেলায় মোট সুস্থ হয়েছেন ২ হাজার ৯৬৫ জন। বর্তমানে জেলায় করোনা রোগী রয়েছে ১১৩৫ জন। হাসপাতালে ভর্তি করোনা রোগীর সংখ্যা ৪৩ জন। এদের মধ্যে সামেক হাসপাতালে ২৪ জন ও বেসরকারি হাসপাতালে ১৯ জনসহ ভর্তি অছেন।

বাড়িতে হোম আইসোলেশনে আছেন ১০৯২ জন। উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি আছেন ৩৭৯ জন। এর মধ্যে সরকারি হাসপাতালে ভর্তি ২৪১ জন এবং বেসরকারি হসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ১৩৮ জন। সরকারি ও বেসরকারি মিলে জেলায় ভর্তি রোগীর সংখ্যা ৪২২ জন। গত ২৪ ঘন্টায় জেলায় সুস্থ হয়েছেন ৬২ জন। জেলায় ৮ জুলাই পর্যন্ত ভাইরাসটিতে আক্রান্ত হয়ে ৭৬ জন এবং উপসর্গে মারা গেছেন অন্ততঃ ৪০৪ জন।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!