খুলনা, বাংলাদেশ | ১০ অগ্রহায়ণ, ১৪৩১ | ২৫ নভেম্বর, ২০২৪

Breaking News

  কক্সবাজারের টেকনাফ সমুদ্র সৈকতে গোসলে নেমে নিখোঁজ দুই শিক্ষার্থীর মরদেহ উদ্ধার
  সাবেক আইজিপি মামুনের ফের ৩ দিনের রিমান্ড
  অ্যান্টিগা টেস্ট: তৃতীয় দিন শেষে বাংলাদেশ ২৬৯/৯, পিছিয়ে ১৮১ রানে

সাতক্ষীরায় কমেছে করোনা শনাক্তের হার, চিকিৎসকসহ আক্রান্ত ২৬ 

সাতক্ষীরা প্রতিনিধি

সাতক্ষীরায় আরো ২৬ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তদের মধ্যে একজন চিকিৎসক, একজন রাজনীতিক ও একজন শিক্ষক রয়েছেন। এ সময় সামেক হাসপাতালের আরটি পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষা করা হয়েছে ৯২ জনের। শনাক্তের হার ২৮.২৬ শতাংশ।

সাতক্ষীরা সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডাঃ জয়ন্ত সরকার জানান, গত ২৪ ঘন্টায় সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের ল্যাবরেটরী ফ্যাকাল্টির অধিনে ১৮৬টি নমুনা পরীক্ষা করা হয়। এরমধ্যে ৪৪ জনের করোনাভাইরাস শনাক্ত হয়।

এরমধ্যে সাতক্ষীরার ৯২ জনের নমুনা পরীক্ষা করে ২৬ জনের করোনা পজেটিভ সনাক্ত হয়েছে। নমুনা পরীক্ষা ও শনাক্তদের মধ্যে ৯৩ টি নমুনা নড়াইল জেলার। যার মধ্যে পজিটিভ শনাক্ত হয়েছে ১৮ জন। এদিকে সাতক্ষীরায় শনাক্তদের মধ্যে একজন রাজনৈতিক নেতা, একজন শিক্ষক ও একজন চিকিৎসক রয়েছেন। এর আগের দিন ১৬৫টি নমুনা পরীক্ষা করে ৫৪ জনের করোনা সনাক্ত হয়। শনাক্তের হার ছিলে ৩২.৭৩ শতাংশ।

তিনি আরো বলেন, জেলায় বর্তমানে ৮৬২ জন করোনা পজেটিভ রোগী চিকিৎসাধিন আছেন। এরমধ্যে ২৭জন পজেটিভ রোগী সামেক হাসপাতালে এবং ১৭জন পজেটিভ রোগী বেসরকারি বিভিন্ন ক্লিনিকে চিকিৎসাধিন আছেন। বাকীরা আইসোলেশনে চিকিৎসা নিচ্ছেন। এনিয়ে ২৭ জুন পর্যন্ত জেলায় মোট করোনা আক্রান্ত হয়েছে ৩ হাজার ২৮৮ জন।

এদিকে সাতক্ষীরায় করোনা সংক্রমনের হার কিছুটা কমলেও কমছে না মৃত্যুর হার। গত ২৪ ঘণ্টায় ভাইরাসটির উপসর্গে মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধিন অবস্থায় আরও ৮ জন মারা গেছেন। গত ৬ দিনের ব্যবধানে সাতক্ষীরায় করোনা আক্রান্ত হয়ে ৬ জন ও উপসর্গে মারা গেছে আরো ৪৫ জন। এনিয়ে জেলায় করোনা উপসর্গ নিয়ে মারা গেলেন ৩২১ জন। আর করোনায় আক্রান্ত হয়ে এপর্যন্ত মারা গেছেন ৬৬ জন।

 

খুলনা গেজেট/এমএইচবি




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!