সাতক্ষীরায় মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস ও মুক্তিযোদ্ধের চেতনায় নতুন প্রজন্মের ছাত্র-ছাত্রীদের উদ্বুদ্ধকরণের লক্ষ্যে মুক্তিযোদ্ধা বিষয়ক এক আলোচনা সভা ‘এসো মুক্তিযোদ্ধার গল্প শুনি’ অনুষ্ঠিত হয়েছে।
জেলা তথ্য অফিসের আয়োজনে মঙ্গলবার (৮নভেম্বর) সদর উপজেলার খেজুরডাঙ্গা রাজনগর মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে এই আলোচনা সভার আয়োজন করা হয়।
সদর উপজেলা নির্বাহী অফিসার ফাতেমা তুজ জোহরা’র সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাতক্ষীরার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ রেজা রশিদ। সভায় মূখ্য আলোচক হিসেবে মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধার ইতিহাসের উপর বক্তব্য রাখেন, সদর উপজেলার রাজনগর বটতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসর প্রাপ্ত প্রধান শিক্ষক বীর মুক্তিযোদ্ধ তবিবর রহমান।
সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা ক্রীড়া অফিসার খালিদ জাহাঙ্গীর, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা সাদ্দাম হোসেন, জেলা তথ্য অফিসার জাহারুল ইসলাম, সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জাহিদুর রহমান, খেজুরডাঙ্গা আর.কে মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাবিবুর রহমান, জেলা স্বাধীনতা শিক্ষক পরিষদের সভাপতি প্রভাষক এম সুশান্ত, জেলা শিল্প কলা একাডেমির সাধারণ সম্পদক শেখ মোসফিকুর রহমান মিল্টন প্রমুখ। আলোচনা সভায় এ সময় স্থানীয় সুধিজন, বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষর্থীরা উপস্থিত ছিলেন।
বক্তরা বলেন, মুক্তিযুদ্ধের রনাঙ্গনের লড়াকু সৈনিকরা সেদিন নিজের জীবনবাজী রেখে এবং তাদের পরিবার পরিজনের মায়া ছেড়ে দিয়ে তারা যুদ্ধ করতে গিয়েছিলেন। দীর্ঘ ৯ মাস রক্তক্ষয়ী সংগ্রামের মধ্য দিয়ে বীর সেনারা ছিনিয়ে এনেছিলেন লাল সবুজের স্বাধীন বাংলাদেশের পতাকা। তাদের এই ত্যাগ ও তিতীক্ষা আমরা চিরদিনই স্মরণ রাখবো এবং তাদের কাছ থেকে আমাদেরকে অনেক কিছু শিখতে হবে। বক্তারা এ সময় বর্তমান যুগের ছাত্র-ছাত্রীদের লেখাপড়ায় মনোযোগ দিয়ে নিজের, পরিবারের ও দেশের কল্যানে আত্মনিয়োগ করার আহবান জানান।
পরে উপস্থিত শিক্ষার্থীদের মাঝে অনুষ্ঠিত মুক্তিযোদ্ধা বিষয়ক কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি।
খুলনা গেজেট/ টি আই