সাতক্ষীরায় বিনা উদ্ভাবিত উচ্চ ফলনশীল বোরো ধানের সম্প্রসারণযোগ্য জাতসমূহের পরিচিতি, চাষাবাদ পদ্ধতি, বীজ প্রক্রিয়াজাতকরণ ও সংরক্ষণ শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিনা) উপকেন্দ্র সাতক্ষীরা মঙ্গলবার (২৯ ডিসেম্বর) বিকালে বিনেরপোতা’র বিনা উপকেন্দ্র’র ট্রেনিং হলরুমে এই অনুষ্ঠানের আয়োজন করে।
বিনা উপকেন্দ্র’র উর্দ্ধতন বৈজ্ঞানিক কর্মকর্তা ও বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট সাতক্ষীরা’র ভারপ্রাপ্ত কর্মকর্তা ড.মোঃ রোক্নূজ্জামানের সভাপতিত্বে প্রশিক্ষণ অনুষ্ঠানে ভার্চুয়ালের মাধ্যমে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট ময়মনসিংহ মহাপরিচালক ড. মির্জা মোফাজ্জল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সাতক্ষীরা’র উপপরিচালক মোঃ নুরুল ইসলাম, বিনা উপকেন্দ্র সাতক্ষীরার বৈজ্ঞানিক কর্মকর্তা রিপন হোসেন, ফার্ম ম্যানেজার মোঃ ফররুখ আহম্মেদ প্রমুখ।
আমন ধান কর্তন পূর্বক পরবর্তী ব্যবস্থাপনা বীজ সংরক্ষণ এবং সরিষা ও মসুরের উৎপাদন কৌশল শীর্ষক প্রশিক্ষণে ৬৫জন কৃষক-কৃষাণী, ৩ জন উপসহকারি কৃষি কর্মকর্তাসহ মোট ৬৮ জন অংশ গ্রহণ করেন। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিনা উপকেন্দ্র সাতক্ষীরার বৈজ্ঞানিক কর্মকর্তা সেলিম রেজা।
খুলনা গেজেট/এ হোসেন