সাতক্ষীরায় আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে পাকা আম সংগ্রহ অভিযান। শুক্রবার (৫ মে) সকাল ৯টায় সাতক্ষীরা সদরের কুখরালী এলাকায় জেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারন অধিদপ্তরের আয়োজনে আমবাগান থেকে গোবিন্দভোগ, গোপালভোগ, বোম্বাইসহ বেশ কয়েকটি স্থানীয় জাতের আম সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করা হয়।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমা তুজ জোহরা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই আম সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করেন। এসময় আরও উপস্থিত ছিলেন সদর উপজেলা কৃষি কর্মকর্তা মনির হোসেন, উপসহকারী কর্মকর্তা মো: আরাফাত হোসেন ছাড়াও জেলা প্রশাসন ও কৃষি বিভাগের কর্মকর্তারা।
জেলা কৃষিবিভাগ সূত্রে জানা গেছে, চলতি বছর সাতক্ষীরায় আম উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারন করা হয়েছে ৪৫ হাজার ৫০০ মেট্রিক টন। এবছর ৪ হাজার ১১৫ হেক্টর জমিতে ১৩ হাজার ১০০ জন চাষী আম চাষ করেছেন।
জেলা প্রশাসনের নির্ধারিত ১২ মে তারিখ থেকে গোবিন্দভোগসহ বিভিন্ন জাতের আম সংগ্রহের কথা ছিলো। কিন্তু এসব আম গরমে তাড়াতাড়ি পেকে যাচ্ছিলো। এছাড়া রাসায়নিক দিয়ে পাকিয়ে বাজারে বিক্রি করছিলো বেশ কিছু ব্যবসায়ী। এরই ধারাবাহিকতায় জেলা প্রশাসন এখন পর্যন্ত প্রায় ৭০ হাজার কেজি অসময়ে সংগ্রহ করা আম ও রাসায়নিক দিয়ে পাকানো আম জব্দ করে ধ্বংস করেছে।
এ নিয়ে সম্প্রতি পত্রপত্রিকায় রিপোর্ট প্রকাশ হওয়ার পর এসব আম পাড়ার নির্ধারিত তারিখ বদলে ১২ মে’র পরিবর্তে ৫মে করা হয়েছে। এছাড়া জেলা প্রশাসনের প্রকাশিত আম ক্যালেন্ডারে ২৫ মে তারিখে হিমসাগর, ১ জুনে ল্যাংড়া ও ১৫ জুনে আম্রপালি জাতের আম সংগ্রহের নির্দেশনা অপরিবর্তিত রয়েছে।
খুলনা গেজেট/এনএম