খুলনা, বাংলাদেশ | ২০ আশ্বিন, ১৪৩১ | ৫ অক্টোবর, ২০২৪

Breaking News

  অন্তবর্তী সরকারের সঙ্গে বিএনপি প্রতিনিধি দলের বৈঠক চলছে
  গাজীপুরের জিরানিতে সড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ
  সাবেক রাষ্ট্রপতি অধ্যাপক বদরুদ্দোজা চৌধুরী ইন্তেকাল করেছেন

সাতক্ষীরায় অর্পিত সম্পত্তি অধিকার সুরক্ষায় মানববন্ধন ও স্মারকলিপি

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা

সাতক্ষীরায় অর্পিত সম্পত্তির অধিকার সুরক্ষায় মানববন্ধন, গণস্বাক্ষর কর্মসূচি ও প্রধানমনমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছে। স্বদেশ’র আয়োজনে ও এএলআরডি-ঢাকা’র সহযোগিতায় (২৩ মে) সোমবার সকাল ১০টায় সাতক্ষীরা জেলা সদরের বাটকেখালি ঋষিপাড়র মোড়ে এই মানববন্ধন, গণস্বাক্ষর কর্মসূচির আয়োজন করা হয়।

মানববন্ধন শেষে সাতক্ষীরা জেলা প্রশাসকের কার্যালয়ে উপস্থিত হয়ে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর একটি স্মারকলিপি প্রদান করা হয়। বাংলাদেশের সাধারণ নাগরিক সমাজের পক্ষে এই স্মারকলিপি প্রদান করেন নেতৃবৃন্দ।

মানববন্ধন, গণস্বাক্ষর ও প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান অনুষ্ঠানে বক্তব্য রাখেন, দলিত নেতা গৌরপদ পাল, মারিয়া, সুন্দরী, সাধন দাশ, শংকর দাশ, অঞ্জনা বৈরাগী, অনিমা দাশ, মাধবী দাশ, আরব আলী, শাবান আলী, মায়া দাশ, অন্তি দাশ প্রমুখ।
মানববন্ধনে বাংলাদেশের সাধারণ নাগরিক সমাজের পক্ষে সারাদেশে ধর্মীয়-জাতিগত সংখ্যালঘু ও আদিবাসী জনগোষ্ঠীর ক্ষেত্রে সাম্য, সমতা, সামাজিক মর্যাদা নিশ্চিত করতে ধর্মীয় স্বাধীনতা, সংখ্যালঘুদে নিরাপদে ধর্মীয় চর্চা, ভূমি আইন সরংরক্ষণ, সকল নাগরিকের সমান মর্যাদাসহ সকল ক্ষেত্রে সমান অধিকার বাস্তবায়নের দাবি জানানো হয়।

স্মারকলিপিতে সংখ্যালঘু ও নাগরিক জীবনে বিরাজিত বহুমুখী সংকট উত্তরণে ২০০৮ ও তার পরবর্তী জাতীয় নির্বাচনের প্রাক্কালে বাংলাদেশ আওয়ামীলীগের নির্বাচনী ইশতেহারে বিবৃত অঙ্গীকারের আলোকে দাবির প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃষ্টি আকর্ষণ করা হয়। একইসাথে সকল পর্যায়ে বৈষম্য বিলোপ এবং ধর্মীয় জাতিগত সংখ্যালঘু ও আদিবাসীদের বাড়িঘরে হামলা ও জখম, জমিজমা, দেবোত্তর সম্পত্তি ও জবরদখলের অপচেষ্টা, ধর্ম অবমাননার মিথ্যা গুজব ছড়ানো বন্ধ, নিরীহ জনগণকে হয়রানি ও তাদের উপাসনালয়ে হামলার ঘটনায় সংশ্লিষ্ট দুস্কৃতিকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের আহবান জানানো হয়।

খুলনা গেজেট/ টি আই




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!