খুলনা, বাংলাদেশ | ২৬ পৌষ, ১৪৩১ | ১০ জানুয়ারি, ২০২৫

Breaking News

  আন্তর্জাতিক ক্রিকেট থেকে তামিম ইকবালের অবসর ঘোষণা
  বছরের প্রথম দশ দিনে হাসপাতালে ৫২৮ ডেঙ্গু রোগী, মৃত্যু ৩

সাতক্ষীরার ৪টি আসনে তিনটিতেই নতুন মুখ

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা

সাতক্ষীরার চারটি আসনের মধ্যে তিনটিতে নতুন প্রার্থীকে দলীয় মনোনয়ন দিয়েছে আওয়ামী লীগ। এছাড়া অপরটিতে ২০১৪ ও ২০১৮ সালে নির্বাচিত সংসদ সদস্য ডা. আ ফ ম রুহুল হককে মনোনয়ন দেওয়া হয়েছে। রোববার (২৬ নভেম্বর) আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ঘোষিত তালিকা অনুযায়ী সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন কলারোয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান ফিরোজ আহমেদ স্বপন।

সাতক্ষীরা-২ (সদর) আসনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আসাদুজ্জামান বাবু।

সাতক্ষীরা-৩ (দেবহাটা-আশাশুনি ও কালিগঞ্জের আংশিক) আসনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন বর্তমান সংসদ কেন্দ্রীয় উপদেষ্টামন্ডলীর সদস্য ডা. আ ফ ম রুহুল হক।

এছাড়া সাতক্ষীরা-৪ আসনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন শ্যামনগর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান এসএম আতাউল হক দোলন।

এদিকে সাতক্ষীরা -২ আসনে আসাদুজ্জামান বাবু আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পাওয়ায় সন্ধ্যার শহরে আনন্দ মিছিল করেছে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতা কর্মীরা। সন্ধ্যায় পশু হাসপাতালে মোড় থেকে আনন্দ মিছিলটি বের শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। আনন্দ মিছিলে নেতৃত্ব দেন সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি শাহজাহান আলী, সাধারণ সম্পাদক আব্দুর রশিদ ও ধুলিহর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মিজানুর রহমান বাবু।

অপরদিকে সাতক্ষীরার দুটি (সাতক্ষীরা -২ ও সাতক্ষীরা-৪) আসনে বর্তমান এমপিদের মনোনয়ন না দেয়ায় জেলাব্যাপী চলছে নানান আলোচনা সমালোচনা।

খুলনা গেজেট/কেডি




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!