খুলনা, বাংলাদেশ | ১১ অগ্রহায়ণ, ১৪৩১ | ২৬ নভেম্বর, ২০২৪

Breaking News

  কুমিল্লায় ট্রেনের ধাক্কায় অটোরিকশার ৫ যাত্রী নিহত
  মানবতাবিরোধী অপরাধ : চিফ প্রসিকিউটর দেশে না থাকায় ফখরুজ্জামান ও সাত্তারের জামিন শুনানি ২ সপ্তাহ পেছাল আপিল বিভাগ
  আজ থেকে জাতীয় ছাত্র সংহতি সপ্তাহ শুরু
  অ্যান্টিগা টেস্ট: শেষ দিনে বাংলাদেশের দরকার ২২৫ রান, হাতে ৩ উইকেট

সাতক্ষীরার দেবহাটায় বউয়ের ধাক্কায় শাশুড়ির মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা

সাতক্ষীরার দেবহাটায় পুত্রবধুর ধাক্কায় শাশুড়ি নিহত হওয়ার অভিযোগ উঠেছে।

বুধবার (২২ জুন) বিকালে দেবহাটার দেবীশহর গ্রামে এ ঘটনার পর বৃহস্পতিবার (২৩ জুন) ভোর রাত তিনটার দিকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত শাশুড়ির নাম মর্জিনা খাতুন (৬৪)। তিনি সাতক্ষীরার দেবহাটা উপজেলার দেবীশহর গ্রামের আব্দুর রহমানের স্ত্রী।

পুত্রবধুর নাম মিতা পারভীন (২৫)। তিনি আব্দুর রহমানের ছেলে হাসান কারিগরের স্ত্রী ও নিহত মর্জিনা খাতুনের ছোট ছেলের বউ।

নাম প্রকাশ না করার শর্তে দেবীশহর গ্রামের কারিগর পাড়ায় বসবাসকারি প্রতিবেশী এক ব্যক্তি জানান, তুচ্ছ কিছু কারণে বউ-শাশুড়ির পারিবারিক কলহ ছিল চরমে। বুধবার বিকালে রান্না করা নিয়ে বউমা-শাশুড়ির ঝগড়া শুরু হয়। এতে ক্ষুব্ধ হয়ে শাশুড়ি মর্জিনা খাতুন তার বউমা মিতা পারভীনকে দুটো চড় মারেন। এসময় ক্ষিপ্ত হয়ে বউমা তার শাশুড়িকে দেওয়ালে ধাক্কা মারেন। এতে মাথা ফেটে গিয়ে শাশুড়ি মর্জিনা খাতুন গুরুতর আহত হন। গুরুতর আহত অবস্থায় মর্জিনা খাতুনকে উদ্ধার করে পরিবারের সদস্যরা প্রথমে তাকে সখিপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

বৃহস্পতিবার ভোররাত তিনটার দিকে মর্জিনা খাতুন সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

মর্জিনার স্বামী আব্দুর রহমান জানান, মরদেহ বাড়িতে এনে রাখা হয়েছে। বাদ যোহর জানাজার নামাজ হবে। পারিবারিক কলহে বউমার দেওয়া ধাক্কায় শাশুড়ি মারা গেছেন, এটা স্বীকার করে তিনি বলেন, মামলা-মোকদ্দমার ঝামেলায় যাবনা বিধায় ময়নাতদন্ত করা হয়নি।

দেবহাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ ওবায়দুল্লাহ জানান,খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!