সাতক্ষীরার কাকডাঙ্গা সীমান্তে অভিযান চালিয়ে বিজিবি সদস্যরা দুই বোতল ভারতীয় এলএসডি মাদকসহ নজরুল ইসলাম নামের এক ব্যক্তি আটক করেছে। শুক্রবার (২২ এপ্রিল) সকাল ১০টার দিকে সীমান্তের গেড়াখালী এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটককৃত নজরুল ইসলাম (৪৭) সাতক্ষীরার কলারোয়া উপজেলার গেড়াখালি গ্রামের মৃত আব্দুল আজিজের ছেলে।
বিজিবি সূত্র জানায়, সাতক্ষীরার কলারোয়া উপজেলার কাকডাঙ্গা সীমান্ত দিয়ে ভারত থেকে আনা লিস্যারজিক এসিডডাইথ্যলামাইড (এলএসডি) নামের মাদক পাচার করা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি কাকডাঙ্গা বিওপি’র একটি টহল দলের সদস্যরা ওই এলাকায় অভিযান চালায়।
বিজিবি’র টহল কমান্ডার নায়েব সুবেদার আবু তাহের পাটোয়ারির নেতৃত্বে দলের সদস্যরা সকাল ১০টার দিকে সীমান্তের গেড়াখালী এলাকা থেকে নজরুল ইসলামকে আটক করে। এসময় তার দেহ তল্লাশী করে দুই বোতল ভারতীয় এলএসডি মাদক উদ্ধার করা হয়।
সাতক্ষীরাস্থ বিজিবি ৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আল মাহমুদ বিষয়টি নিশ্চিত করে জানান, মামলা দিয়ে জব্দকৃত মাদক সহ নজরুল ইসলামকে কলারোয়া থানায় সোপর্দ করা হয়েছে।
খুলনা গেজেট/ এস আই