সংবাদ প্রকাশের জেরে সাতক্ষীরা প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক ও মোহনা টিভির জেলা প্রতিনিধি আব্দুল জলিলের উপর হামলা করেছে মাদক ব্যবসায়ী ও চোরাকারবারীরা। শনিবার (২৮ মে) রাত ৯ টার দিকে সাতক্ষীরা সদর উপজেলার তলুইগাছা গ্রামের চৌরাস্তার মোড়ে এই ঘটনা ঘটে।
আহত সাংবাদিক আব্দুল জলিল বলেন, ঢাকায় প্রতিনিধি সম্মেলন শেষে বাড়ি ফিরছিলাম। তলুইগাছা চৌরাস্তা মোড়ে পৌছানোমাত্র একাধিক মাদক মামলার আসামী রুহুল আমিন, তারা বাবা মোজাম, শীর্ষ দালাল আজগর, কুদ্দুস ডাক্তারসহ ১৫/২০ জন আমার মোটর সাইকেলের গতিরোধ করে মোটর সাইকেলের চাবি ও মোবাইল কেড়ে নেয়। এরপর তারা আমার উপর হামলা করে। যে যেভাবে পেরেছে সেভাবে আমার উপর হামলা করে। আব্দুল জলিল আরো বলেন, গত শুক্রবার বিকালে তলুইগাছা মাঠে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন করা হয়। সেখানে ৭ টি মোটরসাইকেল চুরি হয়ে যায়। সেই ব্যাপারে আমি কথা বলার কারণে আমার উপর হামলা করা হয়েছে। এছাড়া মাদক ও চোরাচালানের ব্যাপারে আমি বিভিন্ন সময়ে সংবাদ প্রকাশ করেছি। সেই ক্ষোভের কারণে আমার উপর হামলা হতে পারে বলে ধারণা করছি। এদিকে স্থানীয়রা জানান, তলুইগাছা এলাকার শীর্ষ মাদক ব্যবসায়ী, একাধিক মাদক মামলার আসামী রুহুল আমিন ও তার সাঙ্গপাঙ্গ ও চোরাকারবারীদের আয়োজনে প্রশাসনের অনুমতি ছাড়াই ওই ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন করা হয়। মাঝে মাঝে ওই মাদক ব্যবসায়ী ও চোরাকারবারীদের নানা কার্যক্রমে আমরা অতিষ্ঠ হয়ে পড়ি। এদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহনের দাবি জানাচ্ছি।
এদিকে আব্দুল জলিলের ওপর হামলার ঘটনাটি সাতক্ষীরা পুলিশ সুপারকে অবহিত করা হয়েছে। পুলিশ সুপারের পরামর্শ অনুযায়ী আইনগত ব্যবস্থা গ্রহনের প্রক্রিয়া চলছে।
এ বিষয়ে জেলা গোয়েন্দা পুলিশ পরিদর্শক বাবুল আখতার জানান, আমরা রাতেই ঘটনাস্থল পরিদর্শন করি। আহত সাংবাদিককে আইনগত ব্যবস্থা গ্রহণের পরামর্শ দেয়া হয়েছে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম কবির জানান, ঘটনা শুনেছি। অভিযোগ পেলে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
অপরদিকে সাংবাদিক জলিলের ওপর এই ন্যাক্কারজনক হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন সাতক্ষীরার সাংবাদিক ঐক্য’র আহবায়ক ও সদস্য সচিব যথাক্রমে সুভাষ চৌধুরী ও শরীফুল্লাহ্ কায়সার সুমন। এ ঘটনায় তাৎক্ষনিক নিন্দা ও প্রতিবাদ জানিয়ে আরও বিবৃতি দিয়েছেন সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সভাপতি অধ্যক্ষ আবু আহমেদ, সাবেক সভাপতি অধ্যক্ষ আনিসুর রহিম, সাবেক সভাপতি এ্যাড. আবুল কালাম আজাদ, সাবেক সভাপতি রামকৃষ্ণ চক্রবর্তী, সাবেক সাধারন সম্পাদক মিজানুর রহমান, সাবেক সাধারন সম্পাদক আব্দুল বারী, সাবেক সাধারন সম্পাদক রুহুল কুদ্দুস এবং টিভি জার্নালিস্ট এসোসিয়েশনের আহবায়ক আবুল কাশেম ও সদস্য সচিব আমিনা বিলকিস ময়নাসহ সকল পর্যায়ের সাংবাদিক।