খুলনা, বাংলাদেশ | ১১ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ | ২৫শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

Breaking News

  খুলনায় ভিপি নূরসহ গণঅধিকার পরিষদের ৪ নেতার বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্রদের পাল্টা মামলা
  ১০ ফেরাউনকে একত্রে করলেও হাসিনার মতো জুলুমবাজ হবে না: হাসনাত
  ৩ এপ্রিল দেশের সকল আর্থিক প্রতিষ্ঠান বন্ধ

সাতক্ষীরায় মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধ নিহত

নিজস্ব প্রতি‌বেদক, সাতক্ষীরা

সাতক্ষীরায় দ্রুতগতির মোটরসাইকেলের ধাক্কায় মোহর আলী শেখ (৭০) নামের এক বৃদ্ধ নিহত হয়েছে। শুক্রবার (২১ মার্চ) রাত সাড়ে ৮টার দিকে শহরের অদূরে মিলবাজারে এলাকায় সাতক্ষীরা- খুলনা মহাসড়কে এই ঘটনা ঘটে।

নিহত বৃদ্ধ মো. মোহর আলী শেখ সাতক্ষীরা শহরের উত্তর কাটিয়া এলাকার মৃত আব্দুল করিম শেখ এর ছেলে।

কাটিয়া কর্মকারপাড়া এলাকার গৌর দত্ত জানান, বৃদ্ধ মোহর আলী শেখ শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে শহরের অদূরে মিলবাজারে এলাকায় খুলনা – সাতক্ষীরা মহাসড়ক পার হচ্ছিলেন। এ সময় বিনেরপোতার দিক থেকে শহর অভিমুখী আসা দ্রুতগতির একটি মোটরসাইকেল তাকে সজরে ধাক্ক দেয়। এতে রাস্তায় পড়ে গিয়ে গুরুতর আহত হন তিনি। দ্রুত তাকে উদ্ধার করে সাতক্ষীরা সিবি হাসপাতালে ভর্তি করা হয়। এখানে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ১২টার দিকে তিনি মারা যান।

মোটরসাইকেল চালক ছিলেন পুরাতন সাতক্ষীরা এলাকার ময়নার ছেলে তানজিম আহমেদ। তার ব্যবহৃত RM-5 মোটরসাইকেলটিও ক্ষতিগ্রস্ত হয়েছে।

সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) শামিনুল হক বিষয়টি নিশ্চিত করে বলেন, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!