খুলনা, বাংলাদেশ | ১৯ মাঘ, ১৪৩১ | ২ ফেব্রুয়ারি, ২০২৫

Breaking News

  সংস্কার ছাড়া নির্বাচন হলে রাষ্ট্রের গুণগত পরিবর্তন হবে না: নাহিদ
  আজকে যারা সংস্কারের কথা বলছে, স্বৈরাচারের সময় তাদের কেউই সাহস করে এসব কথা বলেনি: তারেক রহমান

সাতক্ষীরায় বিএনপির সদস্য ফরম বিতরণ ও কমিটি গঠন স্থগিত

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা

সাতক্ষীরায় বিএনপির সদস্য ফরম বিতরণ, সম্মেলন ও কমিটি গঠন সহ সব ধরনের কার্যক্রম স্থগিত করা হয়েছে। রোববার (২ ফেব্রুয়ারি) বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে জেলার শীর্ষ নেতাদের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপি কেন্দ্রীয় কমিটির প্রচার ও প্রকাশনা সম্পাদক এবং সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিব।

হাবিবুল ইসলাম হাবিব বলেন, বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক টিমের সিদ্ধান্ত অনুযায়ি সাতক্ষীরার চারটি সংসদীয় আসনে সদস্য সংগ্রহ করে সম্মেলনের কথা ছিল। তবে কেউ কেউ সাংগঠনিক টিমের নির্দেশনা অমান্য করে কমিটি দিয়ে দলের মধ্যে উত্তেজনা সৃষ্টি করে। এ কারণে সাংগঠনিক টিম জেলার শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক করেছে। বৈঠকে সবার কথা শুনে সব ধরনের সম্মেলন ও কমিটি গঠন স্থগিত হয়েছে।

রোববার (২ ফেব্রুয়ারি) বেলা ১২ টায় ঢাকার নয়াপল্টনস্থ বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে উপস্থিত ছিলেন, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমানউল্লাহ আমান, খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত, জয়ন্ত কুমার কুন্ডু, কেন্দ্রীয় কমিটির প্রকাশনা সম্পাদক হাবিবুল ইসলাম হাবিব, সাতক্ষীরা জেলা বিএনপির সাবেক সভাপতি রহমতুল্লাহ পলাশ, আহ্বায়ক সৈয়দ ইফতেখার আলী, যুগ্ম আহ্বায়ক তারিকুল হাসান, সদস্য সচিব আব্দুল আলিম, যুগ্ম আহ্বায়ক মৃণাল কান্তি রায়, আয়নুল ইসলাম নান্টা প্রমুখ।

জানা গেছে, গত ১৬ জানুয়ারি খুলনা বিভাগীয় সাংগঠনিক টিমের সিদ্ধান্ত অনুযায়ি সাতক্ষীরা জেলা বিএনপির অর্ন্তগত ওয়ার্ড, ইউনিয়ন, পৌরসভা ও উপজেলা বিএনপির সম্মেলন সফল করতে চারটি সাংগঠনিক টিম গঠন করা হয়। একই সঙ্গে সব সম্মেলন শেষে আগামী ২৩ ফেব্রুয়ারি সাতক্ষীরা জেলা বিএনপির সম্মেলনের তারিখ ঘোষণা করে সাংগঠনিক টিম।

এদিকে, সাংগঠনিক টিমের এসব সিদ্ধান্তের পর সম্প্রতি সাতক্ষীরা জেলার বিভিন্ন উপজেলা ও ইউনিয়নে সম্মেলনকে কেন্দ্র করে অভ্যন্তরীণ কোন্দলে জড়িয়ে পড়ে দলটির নেতাকর্মীরা। এরই ধারাবহিকতায় শ্যামনগর, কালীগঞ্জ, আশাশুনি ও দেবহাটা উপজেলায় সম্মেলন ও কমিটি ঘোষণা নিয়ে বিএনপির নেতাকর্মীরা দফায় দফায় সংঘর্ষে লিপ্ত হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে বেশ কয়েকটি স্থানে ১৪৪ ধারা জারি করে স্থানীয় প্রশাসন।

এদিকে সাতক্ষীরা জেলা বিএনপির আহবায়ক এড. সৈয়দ ইফতেখার আলী তার ফেসবুক পেজে দলের সকল পর্যায়ের দয়িত্বশীল নেতৃবৃন্দকে নির্দেশক্রমে এ অনুরোধ জানিয়েছেন। তিনি তার ফেসবুক পেজে উল্লেখ করেছেন, অদ্য ইংরেজি ২-২-২০২৫ তারিখে, বিএনপি খুলনা বিভাগীয় সাংগঠনিক টিমের সিদ্ধান্ত অনুযায়ী, আজ থেকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সাতক্ষীরা জেলা বিএনপির অধীনস্ত সকল ওয়ার্ড, ইউনিয়ন, উপজেলা ও পৌর ইউনিটের সকল পর্যায়ে বিএনপি’র সদস্য ফরম বিতরণ ও কমিটি গঠন কার্যক্রম স্থগিত রাখার সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এই নির্দেশ যথাযথভাবে পালন করার জন্য দলের সকল পর্যায়ের দায়িত্বশীল নেতৃবৃন্দকে নির্দেশ ক্রমে অনুরোধ জানানো হলো।

খুলনা গেজেট/ টিএ

 




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!