খুলনা, বাংলাদেশ | ২৭ অগ্রহায়ণ, ১৪৩১ | ১২ ডিসেম্বর, ২০২৪

Breaking News

  জয়কে অপহরণ ও হত্যাচেষ্টা মামলায় জামিন পেলেন বিএনপি নেতা মিজানুর
  সম্পদের তথ্য গোপন মামলায় খালাস গিয়াস উদ্দীন আল মামুন : আপিল বিভাগ
  একুশে পদকপ্রাপ্ত রবীন্দ্রসংগীতশিল্পী পাপিয়া সারোয়ার মারা গেছেন

সাতক্ষীরায় দ্রব্যমূল্য উর্দ্ধগতি নিয়ে ব্যবসায়ী ও স্টেকহোল্ডারদের সাথে মতবিনিময়

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা

বর্তমান প্রেক্ষাপটে দ্রব্যমূল্যের উর্দ্ধগতি নিয়ে সাতক্ষীরায় ব্যবসায়ী ও সরকারী-বেসরকারী স্টেকহোল্ডারদের সাথে এক মতবিনিময় সভা রোববার (৮ ডিসেম্বর) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। কনজুমারস এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) সাতক্ষীরার আয়োজনে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের সাতক্ষীরার উপ-পরিচালক মাসরুফা ফেরদৌস।

জেলা ক্যাবের সভাপতি ফেরদৌসী সুলতানা’র সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিষ্ণুপদ পাল, অতিরিক্ত পুলিশ সুপার সজিব খান, সিভিল সার্জন ডাঃ মো. আবদুস সালাম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শোয়াইব আহমেদ, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক নাজমুল হাসান, সাতক্ষীরা জেলা এলপি গ্যাস ডিষ্ট্রিবিউটর অ্যাসোসিয়েশনের সভাপতি সাংবাদিক এম কামরুজ্জামান, জেলা ক্যাবের সাধারণ সম্পাদক পারভীন আক্তার প্রমুখ।

মতবিনিময় সভায় বক্তরা বলেন, বাজারে নিত্যপণ্যের দাম যে বেড়েছে এটা সকলের আলোচনাতেই উঠে এসেছে। বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রশাসনের পক্ষ নিয়মিত বাজার তদারকি ও ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হচ্ছে। আমরা আশাকরি ব্যবসায়ীরা মুনাফা করবেন, এটা ঠিক। কিন্তু সেটা যেন অবশ্যই যৌক্তিক পর্যায়ে থাকে। এজন্য তিনি নিজেদের নৈতিকতা উন্নয়নের উপর জোর দেন।

একই সাথে ভোক্তাদেরও আরো সচেতন হওয়ার উপর গুরুত্ব আরোপ করে আরো বলেন, বাজারে কোন জিনিসের সংকট হলেই সেটা কিনে রাখার জন্য অনেকেই হুমড়ি খেয়ে পড়েন। এই প্রবণতা থেকে আমাদের সকলকে বেরিয়ে আসতে হবে।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!