খুলনা, বাংলাদেশ | ৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ | ২০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

Breaking News

  প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হিসেবে নিয়োগ পেলেন সাবেক কূটনীতিক সুফিউর
  চট্টগ্রামে চলন্ত অটোরিকশায় ‘পেট্রোল বোমা’ নিক্ষেপ, দুই নারী দগ্ধ

সাতক্ষীরায় ট্রাক ভর্তি ৯ কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা

সাতক্ষীরার লাবসা এলাকায় অভিযান চালিয়ে ভারত থেকে অবৈধ শাড়ি, থান কাপড়, জীপসান পাউডার, সিরামিক পাউডার ও পোস্তদানাসহ বিভিন্ন মালামাল জব্দ করেছে বিজিবি। বুধবার (১৬ এপ্রিল) সাতক্ষীরা সদর উপজেলার লাবসা বাইপাস মোড় এলাকা থেকে ট্রাকভর্তি এসব মালামাল জব্দ করা হয়।

তবে, এ ঘটনায় বিজিবি কোন চোরাচালান কারীকে আটক করতে পারেনি। ট্রাকসহ জব্দকৃত মালামালের মূল্য প্রায় ৯ কোটি টাকা বলে জানায় বিজিবি।

বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে একটি চোরাচালানী চক্র ভারত থেকে অবৈধভাবে আনা ট্রাকভর্তি বিপুল পরিমান মালামাল ভোমরা স্থলবন্দর এলাকা থেকে রাজধানী ঢাকার উদ্দেশ্যে নিয়ে যাচ্ছে বলে সংবাদ পায়। উক্ত সংবাদের ভিত্তিতে বিজিবি ৩৩ ব্যাটেলিয়নের ভোমরা বিওপির একটি অভিযানিক দল সাতক্ষীরা সদর উপজেলার লাবসা বাইপাস মোড়ের আদুরে লস্কর পেট্রোল পাম্পের কাছে একটি অস্থায়ী চেক পোস্ট বসায়। এ সময় ত্রিপল দিয়ে ঢাকা মালামাল বোঝায় একটি ট্রাক দ্রুত গতিতে আসতে দেখে ট্রাকটি থামানোর জন্য সিগনাল দিলে চালক ও হেলপার ট্রাক ফেলে পালিয়ে যায়।

পরে ট্রাকটি আটক করে ব্যাটেলিয়ান সদর দপ্তরে এনে ট্রাকে তল্লাশি চালানো হয়। এ সময় ট্রাক থেকে ভারতীয় ২ হাজার ২৬১ পিস শাড়ি, ৮ হাজার ৯৯১ গজ টিস্যু জর্জেট থানকাপড়, ৮০০ কেজি জীপসান পাউডার, ৮ হাজার ৬৩৭ কেজি সিরামিক পাউডার ২ হাজার ১০০ কেজি পোস্তদানাসহ বিভিন্ন মালামাল জব্দ করে। ট্রাক সহ জব্দকৃত মামালের আনুমানিক মূল্য প্রায় ৯ কোটি টাকা ।

সাতক্ষীরাস্থ বিজিবি ৩৩ ব্যাটেলিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ আশরাফুল হক বিষয়টি নিশ্চিত করে জানান, শুল্ককর ফাঁকি দিয়ে চোরাকারবারীরা উক্ত মালামাল অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে পাচারের পর ট্রাক ভর্তি করে রাজধানী ঢাকায় নিয়ে যাওয়ার সময় তা জব্দ করা হয়। জব্দকৃত ভারতীয় মালামাল সাতক্ষীরা কাস্টমস এ জমা দেয়ার এবং পরবর্তী আইনগন ব্যবস্থা নেয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

খুলনা গেজেট/ টিএ




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!