খুলনা, বাংলাদেশ | ২২ পৌষ, ১৪৩১ | ৬ জানুয়ারি, ২০২৫

Breaking News

  নড়াইলে পিকআপ ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে পিকআপ চালক নিহত, আহত ২
  চিকিৎসার জন্য আগামীকাল লন্ডন যাবেন খালেদা জিয়া : ফখরুল; কাতার আমিরের পাঠানো ‌‌’বিশেষ এয়ার এম্ব্যুলেন্স’ বিমানে যাবেন তিনি

সাকিব-শরিফুলের বোলিং তোপে জিতল বাংলা টাইগার্স

ক্রীড়া প্রতিবেদক

কানাডার গ্লোবাল টি-টোয়েন্টিতে নিজেদের প্রথম ম্যাচে হেরেছিল বাংলা টাইগার্স। তবে গতকাল (শনিবার) দ্বিতীয় ম্যাচে জয় পেয়েছে সাকিব আল হাসান এবং শরিফুল ইসলামদের দলটি। ভ্যাঙ্কুভার নাইটসকে তারা ২৩ রানে হারিয়েছে। ব্যাট হাতে এদিনও ব্যর্থ সাকিব (২ রান), তবে বল হাতে তিনি ছিলেন দুর্দান্ত। দারুণ বোলিংয়ে শরিফুলও দলের জয়ে অবদান রেখেছেন।

প্রথমে ব্যাট করতে নেমে বাংলা টাইগার্স মিসিসৌগা ২০ ওভারে ৭ উইকেটে ১৫২ রান তোলে। ইনিংস সর্বোচ্চ ৪০ বলে ৫০ রানের অপরাজিত ইনিংস খেলেছেন পাকিস্তানি অলরাউন্ডার ইফতিখার আহমেদ। পরের ইনিংসে শরিফুল নিজের প্রথম দুই ওভারে মাত্র ২ রান দিয়ে শিকার করেন ১ উইকেট। এ ছাড়া ইনিংসের অষ্টম ওভারে টানা দুই বলে সাকিব তুলে নেন ২ উইকেট, ওই ওভারে হ্যাটট্রিকের সম্ভাবনাও জাগিয়েছিলেন। যদিও শেষমেশ হ্যাটট্রিকটা হয়নি।

রানতাড়ায় ৩০ রানের মধ্যে ৪ উইকেট হারিয়ে বেশ চাপে পড়ে গিয়েছিল ভ্যাঙ্কুভার নাইটস। সেখান থেকে দলকে উদ্ধারের চেষ্টা চালান হার্শ ঠাকের। নিজের শেষ ওভারে এসে ১ উইকেট তুলে ৩ রান দেন সাকিব। পরের ওভারে শরিফুল দেন ১ রান। ৪ ওভারে ১০ রান দিয়ে ৩ উইকেট নেন সাকিব। শরিফুল ৪ ওভারে ১২ রান দিয়ে ১ উইকেট শিকার করেন।

যদিও ঠাকের লড়াই চালিয়ে গেছেন শেষ অবধি। ৬৭ বলে ৭৯ রানের দারুণ এক ইনিংস খেলে তিনি অপরাজিত ছিলেন। এছাড়া ডুয়েইন প্রিটোরিয়াস ২৫ বলে ২৯ রান করেন। ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৩০ রানে থামে ভ্যাঙ্কুভার। ফলে বাংলা টাইগার্স জয় পায় ২৩ রানে।

এই জয়ে ২ ম্যাচে ২ পয়েন্ট নিয়ে টেবিলের চারে অবস্থান করছে সাকিব-শরিফুলদের বাংলা টাইগার্স। দুটি ম্যাচ জিতে সবার ওপরে টরেন্টো ন্যাশনালস।

খুলনা গেজেট/এএজে




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!